CSIR NET Result 2021: প্রকাশিত হল CSRI NET 2021 -এর ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?
CSIR NET Result 2021: গতকাল, ৯ মার্চ এই ফল ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যাঁরা CSIR NET 2021 অথবা CSIR UGC NET 2022 পরীক্ষা দিয়েছেন, তাঁরা ফল জানতে পারবেন। কীভাবে জানবেন ফল?
নয়াদিল্লি: প্রকাশিত হল CSRI NET 2021 পরীক্ষার ফল। গতকাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) এনটিএ (NTA) কাউন্সিল অফ সায়েন্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (Council of Scientific and Industrial Research NET 2021) ফল ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা তাঁদের স্কোর কার্ড দেখতে পাবে অফিশিয়াল CSRI ওয়েবসাইট csirnet.nta.nic.in-এ গিয়ে ।
গতকাল, ৯ মার্চ এই ফল ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যাঁরা CSIR NET 2021 অথবা CSIR UGC NET 2022 পরীক্ষা দিয়েছেন, তাঁরা ফল জানতে পারবেন। কীভাবে জানবেন ফল?
- csirnet.nta.nic.in- এই ওয়েবসাইটে যেতে হবে।
- হোম পেজে ডাউনলোড স্কোর বোর্ড লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
- সেখান থেকে CSRI NET 2021 লেখায় ক্লিক করতে হবে।
- এরপর অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ, ক্যাপচা দিতে হবে।
- এরপর স্ক্রিনেই দেখা যাবে ফল।
- ডাউনলোড করে প্রিন্ট আউট নেওয়া যাবে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) সূত্রে জানা গিয়েছে, দ্রুত অফিশিয়াল ওয়েবসাইটে ফাইনাল অ্যান্সার কী পাওয়া যাবে। CSIR চূড়ান্ত ফল ঘোষণা করলেই পরীক্ষায় উত্তীর্ণদের সার্টিফিকেট বা শংসাপত্র দেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি(National Testing Agency) । এনটিএ (NTA) -এর বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র রিসার্চ ফেলোশিপে (Junior Research Fellowship) ১ লক্ষের বেশি পরীক্ষা দেয়। লেকচারশিপ (Lectureship) এবং অ্যাসিটেন্ট প্রফেসর (Assistant Professor) পদের জন্য সংখ্যাটা ছিল ৪০ হাজারের বেশি। CSIR-UGC NET পরীক্ষা হয় ২৯ জানুয়ারি এবং ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ৫টি বিষয়ে ৩৩৯টি কেন্দ্রে ১৭২টি শহরে কম্পিউটার ভিত্তিক (Computer Based Test-CBT) এই পরীক্ষা নেওয়া হয়।
এদিকে সর্বভারতীয় মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় (Medical exam NEET) বসার জন্য বয়সের ঊর্ধ্বসীমা (upper age limit) উঠে গেল। ন্যাশন্যাল মেডিক্যাল কমিশনের (National Medical Commission) পক্ষ থেকে বিবৃতি জারি করে যে খবর জানানো হয়েছে। এতদিন জেনারেল পড়ুয়ারদের (general category candidate) ক্ষেত্রে ২৫ বছর ও সংরক্ষিত জাতির অন্তর্গত পড়ুয়াদের (reserved category candidates) জন্য যে ঊর্ধ্বমান ছিল ৩০ বছর।
Education Loan Information:
Calculate Education Loan EMI