Success Story: উচ্চতা মাত্র ৩.৫ ফুট, অজস্র বিদ্রুপ সয়েও কঠোর শ্রমে UPSC জয়, অনুপ্রেরণার অন্য নাম IAS আরতি
IAS Arti Dogra: মাত্র ৩.৫ ফুট উচ্চতা আরতির আর তা নিয়েই ইউপিএসসির পর্বতপ্রমাণ উচ্চতা অতিক্রম করেছেন অনায়াসে। সফল আইএএস হয়ে বুঝিয়ে দিয়েছেন নিজের স্বপ্নের কাছে কোনও বাধাই বাধা নয়।

IAS Arti Dogra: আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে মানুষকে প্রাথমিকভাবে তাঁর চেহারা দিয়েই বিচার করা হয়। আর এই চেহারার কারণে মানুষের কাছে নানা সময় বিদ্রুপের শিকার (Success Story) হতে হয় শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের। আর বিদ্রুপ সয়ে, নিষ্ঠা ও অধ্যবসায়ের জেরেই সাফল্য আনার দৃষ্টান্ত গড়েছেন আইএএস আরতি ডোগরা। তাঁর কৃতিত্ব মনে করিয়ে দেয় মানুষের আসল শক্তি লুকিয়ে থাকে তাঁর মনে। মাত্র ৩.৫ ফুট উচ্চতা আরতির (IAS Arti Dogra) আর তা নিয়েই ইউপিএসসির (UPSC Exam) পর্বতপ্রমাণ উচ্চতা অতিক্রম করেছেন অনায়াসে। সফল আইএএস হয়ে বুঝিয়ে দিয়েছেন নিজের স্বপ্নের কাছে কোনও বাধাই বাধা নয়।
দেরাদুনে শৈশবকাল থেকেই আরতির জীবন ছিল অন্যদের থেকে আলাদা। অন্যান্য বাচ্চারা লম্বা হওয়ার সময় তাঁর উচ্চতা কেবলমাত্র ৩.৫ ফুটে এসেই থেমে যায়। তাঁকে দেখে লোকেরা পাশ দিয়ে বিদ্রুপ করতে করতে চলে যেত, কেউ কেউ মিটিমিটি হাসত। পৃথিবী যেন বুঝিয়ে দিয়েছিল যে তাঁর শারীরিক বর্ণনা দিয়েই তাঁর কাহিনি লেখা হবে।
কিন্তু আরতির কাছে তাঁর সবথেকে বড় অস্ত্র ছিলেন তাঁর বাবা-মা। তাঁর বাবা কর্ণেল রাজেন্দ্র ডোগরা। তাঁর মা কুমকুম ডোগরা পেশায় একজন স্কুলের অধ্যক্ষ ছিলেন। তারা দুজনেই আরতিকে কখনও হীনমন্যতায় ভুগতে দেননি। তারা তাঁকে অন্য যে কোনও শিশুর মত পড়াশোনা, খেলাধুলো, স্বপ্ন দেখতে উৎসাহিত করতেন সবসময়। তাদের বিশ্বাসই আরতির জীবনের ভিত্তি গড়ে দেয়।
দেরাদুনের স্কুলের পড়াশোনা শেষ করে আরতি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হন, এমনকী পরে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন। তারপর তাঁর মনোযোগ একত্রিত হয় ইউপিএসসির দিকে। নিছক সহানুভূতির কারণেই তিনি আইএএস হননি, শুধু একবার নয়, নিজেকে বারবার প্রমাণ করেছিলেন আরতি। শুধুই যোগ্যতার নিরিখে তিনি ইউপিএসসি উত্তীর্ণ হয়ে সফল আইএএস হয়েছেন।
ভুন্দি, বিকানীর ও আজমীরে জেলা কালেক্টর এবং ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। যোধপুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর কাজ এতটাই ব্যতিক্রমী ছিল যে ভারতের রাষ্ট্রপতি তাঁকে সম্মানিত করেছেন। পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের যুগ্ম সচিব হন তিনি। বর্তমানে তথ্য, প্রযুক্তি ও সম্প্রচার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আরতি ডোগরা। উচ্চতার বাহ্যিক প্রতিবন্ধকতা দূর করে নিজের এক অনন্য পরিচয় গড়ে তুলেছেন আরতি ডোগরা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















