ICSE and ISC Result: 'হার্ডওয়ার্ক, সারাবছর সিরিয়াসলি পড়াশোনাটা করতে হয়', ১০০ শতাংশ নম্বর পেয়ে বলছেন ISC টপার সৃজনী
ICSE and ISC Board Exam Results 2025: ICSE দশম শ্রেণি ও ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ, ICSE দশমে পাসের হার ৯৯.০৯%, ISC দ্বাদশে পাসের হার ৯৯.০২%, ICSE ও ISC-তে ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা।

কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পাল, কলকাতা : আজ প্রকাশিত হয়েছে আইসিএসই (ICSE) এবং আইএসসি (ISC) - এর রেজাল্ট। আইএসসি- তে ১০০ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সৃজনী। পদবী ব্যবহার করেন না তিনি। রানিকুঠীর বাসিন্দা সৃজনী ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্রী। ইংরেজি, ফিজিক্স, অঙ্ক, কেমিস্ট্রি - সমস্ত বিষয়েই ১০০- তে ১০০ পেয়েছেন তিনি। এই দুর্দান্ত রেজাল্টের রহস্য কী? এটা কীভাবে সম্ভব? সৃজনী বলছেন, 'হার্ডওয়ার্ক। সারা বছর সিরিয়াসলি পড়াশোনা করতে হয়। তবে ১০০ রেজাল্টটা আমিও ভাবতে পারিনি।'
আইএসসি- তে হেরিটেজ স্কুলের দিব্যাংশ গর্গ পেয়েছেন ৯৯.৮ শতাংশ নম্বর। দিব্যাংশ জানিয়েছেন, ক্লাস ইলেভেন থেকেই তাঁর লক্ষ্য ছিল ভারতে টপার হওয়ার। স্কুলের প্রিন্সিপালের সঙ্গেও কথা হয়েছে দেবাংশের। শুরু থেকেই তাঁর লক্ষ্য ছিল ভারত সেরা হওয়ার। স্কুলের প্রিন্সিপালের সঙ্গেও কথা হয়েছে দিব্যাংশের। তিনি জানিয়েছেন, এমনটা হলেও হতে পারে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
ICSE দশম শ্রেণি ও ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে আজ। ICSE দশমে পাসের হার ৯৯.০৯%, ISC দ্বাদশে পাসের হার ৯৯.০২%, ICSE ও ISC-তে ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা। ISC, ICSE-ভারত সেরা ২ বঙ্গ কন্যা। ১০০% নম্বর পেল ISC-র সৃজনী। ১০০% নম্বর পেল ICSE-র দেবত্রী মজুমদার। DPS মেগাসিটির ছাত্রী দেবত্রী মজুমদার। ফিউচার ফাউন্ডেশনের ছাত্রী সৃজনী। ISC-তে ৯৯.৭৫% নম্বর পেয়েছেন মর্ডান হাইস্কুলের কৃত্তিকা চক্রবর্তী।
আইসিএসই পরীক্ষায় ৯৯.৮ শতাংশ নম্বর পেয়েছেন সেন্ট জেমস স্কুলের ছাত্র শ্রেষ্ঠ চাঁদগোতিয়া। অঙ্ক আর ইংরেজি ছাড়া সবেতেই পেয়েছেন ১০০। অঙ্কে পেয়েছেন ৯৮, আর ইংরেজিতে পেয়েছেন ৯৭। পড়াশোনার পাশাপাশি জীবন উপভোগও করেছেন শ্রেষ্ঠ। মজা করে পড়াশোনা করেছেন। আর তাতেই এসেছে সাফল্য। আইসিএসই- তে দ্বিতীয় হয়েছে শ্রেষ্ঠ চাঁদগোতিয়া।
৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে ISC-তে জেলার গর্ব অনীশ কুশারী, লক্ষ্য ইতিহাসে গবেষণা। কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন এর ১২ ক্লাসের পরীক্ষায় ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে নজির গড়ল মধ্যমগ্রামের চন্দনগড় এলাকার ছাত্র অনীশ কুশারী। জুলিয়ান ডে স্কুল গঙ্গানগরের এই ছাত্র পলিটিকাল সায়েন্স, জিওগ্রাফি ও সোসিওলজিতে পেয়েছেন ১০০ নম্বর, ইতিহাস ও ইংরেজিতে পেয়েছেন ৯৯। বেস্ট অফ ফোরে অনীশের মোট প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ বলেই জানা গিয়েছে। ফল প্রকাশের আগে ৯৮ শতাংশের আশায় থাকলেও, নিজের এমন ফলাফল দেখে নিজেই কিছুটা অবাক হয়েছেন অনীশ বলেও জানান। তার এই কৃতিত্বের পেছনে সবচেয়ে বড় অবদান মা-বাবার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও বলেই মানছেন এই কৃতি ছাত্র।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















