Recruitment News: কলকাতার আয়কর ভবনে চাকরির সুযোগ, অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করবে সংস্থা- কারা আবেদনের যোগ্য ?
IT Department Kolkata Jobs: আয়কর বিভাগের কলকাতার অফিসে মূলত কস্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হবে। তবে এই কাজের জন্য অফিসে আসতে হবে না প্রার্থীকে, বরং প্রার্থীরই নিজস্ব একটি অফিস থাকা দরকার।
Income Tax Department Jobs: আয়কর বিভাগের কলকাতার অফিসে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। তবে এই নিয়োগ সম্পূর্ণভাবে আধিকারিক বা অভিজ্ঞ ব্যক্তিদের জন্য। ফ্রেশাররা এই পদে আবেদন করতে পারবেন না। আয়কর বিভাগের কলকাতার অফিসে মূলত কস্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হবে। তবে এই কাজের জন্য অফিসে আসতে হবে না প্রার্থীকে, বরং প্রার্থীরই নিজস্ব একটি অফিস থাকা দরকার বলে জানানো হয়েছে।
কী কী যোগ্যতা থাকা দরকার প্রার্থীর
পশ্চিমবঙ্গ ও সিকিমের আয়কর বিভাগের চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্সের জুরিসডিকশনের মধ্যে প্রার্থীর নিজস্ব একটি পার্টনারশিপ ফার্ম বা এলএলপি অফিস থাকা দরকার। প্রার্থীকে আগে থেকে কস্ট অ্যাকাউন্টিংয়ের কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। কস্ট অডিটিংয়ের কাজও করে থাকতে হবে। প্রার্থীর অফিসে কস্ট অ্যাকাউন্ট্যান্ট ছাড়া আরও ৩ জন অ্যাকাউন্ট্যান্ট বা সর্বনিম্ন ২ জন কস্ট অ্যাকাউন্ট্যান্ট একইভাবে কাজ করে যেতে হবে প্রার্থীর সঙ্গে বিগত ১ বছর ধরে।
প্রার্থীর অন্ততপক্ষে একটি অফিস থাকতে হবে নির্ধারিত জুরিসডিকশনের আওতায়।
২০২৩-২৪ সাল পর্যন্ত প্রার্থীর যেন সমস্ত আয়কর রিটার্ন জমা দেওয়া থাকে। ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত ৫ বছরের মধ্যে ন্যূনতম ২টি বছরে প্রার্থীর যেন কস্ট কনসাল্ট্যান্সি সংক্রান্ত যাবতীয় পেশার আয় উল্লেখ থাকে রিটার্নে। আর এই আয় যেন কখনই ১৫ লাখ টাকার কম না হয়।
কস্ট অ্যাকাউন্ট্যান্সি, কস্ট অডিটিং, ইন্টারনাল অডিট ইত্যাদি বিষয়ে প্রার্থীর ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বিগত ৫ বছরের মধ্যে ৫০ কোটি বা তাঁর বেশি টার্ন ওভার হয় এমন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কস্ট রেকর্ড অডিটের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন কত হবে
প্রতিটি প্রজেক্ট বা কেসের ভিত্তিতে আলাদা আলাদা করে সাম্মানিক দেওয়া হবে ভারত সরকারের আয়কর বিভাগের পক্ষে।
কীভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট থেকে এই পদের জন্য একটি অনলাইনে আবেদনপত্র পূরণ করে নিতে হবে এবং সেই আবেদনপত্রটি নির্ধারিত ঠিকানায় ডাকযোগে সমস্ত অন্যান্য নথিসহ পাঠাতে হবে। আবেদনপত্রে অফিসের বা ফার্মের প্রপাইটারের নাম ও স্বাক্ষর থাকবে।
আগামী ১৫ এপ্রিল বিকেল ৫টার মধ্যে করতে হবে এই আবেদন। ডাকযোগেও আবেদনপত্র পাঠানোর শেষ দিন ও সময় ওই একই।
এই পদে নিয়োগের ব্যাপারে বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নজর রাখুন।
আরও পড়ুন: Rajbhawan: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সিল করার নির্দেশ রাজভবনের
Education Loan Information:
Calculate Education Loan EMI