India Post GDS Recruitment 2022: গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কীভাবে করবেন আবেদন?
সারা দেশে ৩৮ হাজার ৯২৬টি শূন্যপদ রয়েছে। ভারতীয় ডাক বিভাগে জানিয়েছে, চাকরিপ্রার্থীর বয়স ৪০-এর বেশি হবে না। ব্রাঞ্চ পোস্টমাস্টার , অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার , ডাক সেবক পদে নিয়োগ করা হবে।
কলকাতা: গ্রামীণ ডাক সেবক পদে প্রচুর নিয়োগ করছে ডাক বিভাগ (India Post)। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে indiapostgdsonline.gov.in এই ওয়েবসাইটে। চাকরিপ্রার্থীরা যোগ্যতামান এবং মাপকাঠি অনুযায়ী সংশ্লিষ্ট ওয়েবসাইটে আবেদন করতে পারবেন ৫ জুনের মধ্যে।
সারা দেশের একাধিক রাজ্যে মোট ৩৮ হাজার ৯২৬টি শূন্যপদ রয়েছে। ভারতীয় ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, চাকরিপ্রার্থীর বয়স ৪০-এর বেশি হবে না। ব্রাঞ্চ পোস্টমাস্টার (Branch Postmaster), অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (Assistant Branch Postmaster), ডাক সেবক (Dak Sevak) পদে নিয়োগ করা হবে। তবে মজার বিষয় হচ্ছে এই নিয়োগের জন্য কোনও পরীক্ষা হবে না। শুধুমাত্র মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ হবে। প্রত্যেকটি GDS পদের জন্য সাইকেল চালাতে জানা বাধ্য়তামূলক। কোনও চাকরিপ্রার্থী স্কুটার, মোটরসাইকেল চালাতে পারলেও ধরে নেওয়া হবে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থী সাইকেল চালাতে পারেন।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইনে আবেদন শুরু- ২ মে, ২০২২
আবেদনের শেষ দিন- ৫ জুন, ২০২২
শূন্যপদের সংখ্যা:
মোট শূন্যপদ- ৩৮৯২৬
বেতন:
টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্স (Time Related Continuity Allowance) আকারে বেতন দেওয়া হয়।
ব্রাঞ্চ পোস্টমাস্টার- ১২ হাজার টাকা
অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার/ ডাক সেবক- ১০ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা:
সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীকে দেশের যে কেন্দ্রীয় সরকার, যে কোনও রাজ্য সরকার, কেন্দ্র শাসিত অঞ্চল স্বীকৃত পর্ষদ থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। অঙ্ক এবং ইংরেজি বিষয় হিসেবে থাকা বাধ্যতামূলক। স্থানীয় ভাষা জানতে হবে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীকে।
বয়সের মাপকাঠি:
ন্যূনতম বয়স: ১৮ বছর।
বয়সের ঊর্ধ্বসীমা: ৪০ বছর।
তবে সরকারের নিয়ম অনুযায়ী বিশেষ কিছু ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
কীভাবে নিয়োগ?
চাকরিপ্রার্থীর মেধার ভিত্তিতে সিস্টেম থেকে পাওয়া মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ হবে। তবে চাকরিপ্রার্থীকে আবেদনের আগে মনে রাখতে হবে সব মাপকাঠি পূরণ হওয়া বাধ্যতামূলক।
Education Loan Information:
Calculate Education Loan EMI