ISI Kolkata Recruitment : ৫ পদে নিয়োগ করছে আইএসআই, বেতন ৩১,০০০ - ৫০,০০০ টাকা
প্রোজেক্ট লিঙ্কড পার্সন চাইছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (ISI)। চুক্তির ভিত্তিতে পাঁচজনকে নিয়োগ করবে সংস্থা। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৭ জুন।
কলকাতা : প্রোজেক্ট লিঙ্কড পার্সন চাইছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (ISI)। চুক্তির ভিত্তিতে পাঁচজনকে নিয়োগ করবে সংস্থা। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৭ জুন।
প্রোজেক্টের টাইটেল ও পদ
১ মডেলিং, ভেরিভিকশেন অ্যান্ড সিন্থেসিস অফ মাল্টি অ্যাকসেস এজ কম্পিউটিং।
২ কো-অপারেটিভ চ্যানেল শেয়ারিং ইন কগনিটিভ রেডিও অ্যাড-হক নেটওয়ার্ক পেজ-২।
৩ কম্পিউটেশনার টপোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন টপোলজিক্যাল ডেটা অ্যানালিসিস।
৪ ডিসট্রিবিউটেড অ্যালগোরিদম ফর ফ্যাট রোবোটস।
৫ মেশিন লার্নিং বেস ফিজিক্যাল অটোমেশন ফর নেক্সট জেনারেশন আইসিস।
চাকরিপ্রার্থীর যোগ্যতা
প্রোজেক্ট ১-এর জন্য - পিএইচডি ছাড়াও সিএসই-তে এমই , এমএস, এমটেক, এমএসসিতে প্রার্থীকে উত্তীর্ণ হতে হবে। ভালো অ্যাকাডেমিক রেকর্ড থাকাটা আবশ্যিক। ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমেস্টারের ছাত্ররাও এই প্রোজেক্টে আবেদন করতে পারেন। আবেদনকারীকে কম্পিউটার আর্কিটেকচার, এমবেডেড সিস্টেম, অপারেটিং সিস্টেম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
প্রোজেক্ট ২-এর জন্য-পিএইচডি ছাড়াও সিএসই/ ইসিইতে এমই , এমএস, এমটেক, এমএসসিতে প্রার্থীকে উত্তীর্ণ হতে হবে। ভালো অ্যাকাডেমিক রেকর্ড থাকাটা আবশ্যিক। ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমেস্টারের ছাত্ররাও এই প্রোজেক্টে আবেদন করতে পারেন। ওয়্যারলেস নেটওয়ার্ক, আইওটি, ভাইভ জি নেটওয়ার্ক। এর সঙ্গে আবেদনকারীর উন্নত হার্ডওয়্যার -সফটওয়্যার স্কিলেরও প্রয়োজন রয়েছে।
প্রোজেক্ট ৩-এর জন্য- এমটেক-এ কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস থাকাটা এই ক্ষেত্রে বাঞ্চনীয়। Randomized অ্যালগোরিদমস অ্যান্ড ডিসক্রিট জিওমেট্রিতে জ্ঞান থাকতে হবে প্রার্থীর।
প্রোজেক্ট ৪-এর জন্য- এই ক্ষেত্রে আবেদনকারীর কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি থাকতে হবে। ডিসট্রিবিউটেড কম্পিউটিংয়ে জ্ঞান থাকতে হবে চাকরিপ্রার্থীর।
প্রোজেক্ট ৫-এর জন্য- পিএইচডি ছাড়াও সিএসই-তে এমই , এমএস, এমটেক, এমএসসিতে প্রার্থীকে উত্তীর্ণ হতে হবে। ভালো অ্যাকেডিমিক রেকর্ড থাকাটা আবশ্যিক। ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমেস্টারের ছাত্ররাও এই প্রোজেক্টে আবেদন করতে পারেন। অ্যালগোরিদমস অ্যান্ড ডেটা স্ট্রাকচার ও মেশিন লার্নিং নিয়ে ধারণা থাকাটা জরুরি।
বেতন কাঠামো- যোগ্যাতা ও পদ অনুযায়ী প্রার্থীদের বেতন ৩১০০০-৫০০০০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদনকারীর বয়সসীমা- এক্ষেত্রে ১ মে ২০২১-এর মধ্যে আবেদনকারীর বয়সসীমা ৩৫ বছরের বেশি হলে হবে না। তবে অত্যধিক মেধাসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বা এসসি ওবিসি, এসটি, মহিলা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে বয়সেরসীমা কিছুটা শিথিল করা যেতে পারে।
চাকরিপ্রার্থীদের এই পাঁচ পদে আবেদনের জন্য headacmu@isical.ac.in-এ আবেদন করতে হবে। বিস্তারিত জানতে https://www.isical.ac.in-সাইটে যোগাযোগ করুন।
Education Loan Information:
Calculate Education Loan EMI