JEE Advanced: জয়েন্ট এন্ট্রান্সের নিয়মে বড় বদল, ২০২৩-এ দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা হারাবেন এই সুযোগ
JEE Advanced 2025 Rule Change: গতকাল সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডমিশন বোর্ড জানিয়েছে এবার থেকে ৩ বারের বদলে সমস্ত পড়ুয়া মাত্র ২ বারই এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
Joint Entrance Exam: এই বছর পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা পড়ুয়ারা দিতে পারবেন মোট ৩ বার। তবে এবার এই নিয়মে বদল এল। এবার থেকে পরীক্ষার্থীদের জন্য থাকবে কেবলমাত্র ২টি সুযোগ। এই পরীক্ষা নিয়ে থাকে আইআইটি কানপুর (IIT Kanpur) এবং এই শিক্ষা প্রতিষ্ঠানই এই নিয়মে বদল এনেছে। এছাড়াও আরও কিছু নিয়মে (JEE Advanced Rule) বদল এনেছে সংস্থা। আগে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষায় ২ বার বসার সুযোগ ছিল, পরে তা বাড়িয়ে করা হয়েছিল ৩ বার। কিন্তু ফের এই সুযোগ বাড়ানোর সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করল আইআইটি কানপুর। জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের সিদ্ধান্তে পড়ুয়াদের কমল সুযোগ। আর কী বদল এল ?
গতকাল সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডমিশন বোর্ড জানিয়েছে এবার থেকে ৩ বারের বদলে সমস্ত পড়ুয়া মাত্র ২ বারই এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২৩ সালে দ্বাদশ উত্তীর্ণ হয়েছে তারা ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় বসতে পারবে না। এর আগে পর্যন্ত এই সময়ে উত্তীর্ণ পড়ুয়ারা বসতে পারতেন পরীক্ষায়। আর এই সুযোগ পাওয়ার পরে আইআইটি কানপুরের অনুমতিক্রমে হাজার হাজার পড়ুয়া আবেদন করেছিলেন জয়েন্ট এন্ট্রান্স মেইনসের জন্য। আবারও নতুন করে আইআইটির জন্য পড়াশোনা শুরু করেছিলেন। কারণ ৩ বার পরীক্ষা দেওয়ার সুযোগ যেহেতু থাকছে না, তাই ২০২৩-এ উত্তীর্ণ প্রার্থীরা ২০২৩ এবং ২০২৪ এই দুই বছরে ইতিমধ্যেই পরীক্ষা দিয়ে থাকবেন, ফলে তাদের কাছে আর কোনো অতিরিক্ত সুযোগ বেঁচে নেই।
লক্ষ লক্ষ পড়ুয়ার আইআইটির স্বপ্নপূরণ হবে না
প্রেস বিজ্ঞপ্তি জারি করে আইআইটি কানপুর সম্প্রতি জানিয়েছে যে এবার থেকে সমস্ত পড়ুয়ারা মাত্র ২ বারই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় বসতে পারবেন। আগে সেই সুযোগ পাওয়া যেত ৩ বার। ফলে পড়ুয়াদের একটা বড় অংশ এতে হতাশ হয়েছেন। এই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই সেই সমস্ত প্রার্থীরা আইআইটিতে পড়ার শেষ সুযোগ নেওয়ার চেষ্টা করতেন। এবারে সেই সুযোগও আর পাওয়া যাবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Multibagger Stock: ৫৫ টাকা থেকে ৭৪১ টাকায় পৌঁছেছে এই মেটাল স্টক, ৪ বছরে বিপুল মুনাফা
Education Loan Information:
Calculate Education Loan EMI