ASHA Jobs: রাজ্যের এই জেলায় আশা কর্মী পদে হচ্ছে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন
Jobs In Purulia: রাজ্যের এই জেলায় আশা কর্মী পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। গত ৮ অগাস্ট থেকে শুরু হয়েছে এই নিয়োগ।
![ASHA Jobs: রাজ্যের এই জেলায় আশা কর্মী পদে হচ্ছে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন Jobs in west bengal sdo-purulia-sadar-recruitment-2022-27-asha-vacancy-apply-online ASHA Jobs: রাজ্যের এই জেলায় আশা কর্মী পদে হচ্ছে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/05/2a003e5e3f85cd66bbaca7bc28c27e711662372481120394_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Jobs In Purulia: আপনি কি সরকারি চাকরি খুঁজছেন ? তাহলে আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তির জন্য আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে আশা সিলেকশন কমিটি পুরুটার সদর সাব ডিভিশনে চাকরির জন্য আবেদন করতে হবে। সব মিলিয়ে ২৭ জন আশা কর্মী নিয়োগ করা হবে পুরুলিয়ায়।
ASHA Jobs: গুরুত্বপূর্ণ তারিখ
রাজ্যের এই জেলায় আশা কর্মী পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। গত ৮ অগাস্ট থেকে শুরু হয়েছে এই নিয়োগ। এই বিষেয় বিশদে জানতে সরকারি বিজ্ঞপ্তি দেখে নিন।
Jobs In Purulia: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে ন্যূনতম দশম শ্রেণির পরীক্ষায় বসতে হবে। সেই ক্ষেত্রে প্রার্থী পাশ না করলেও তিনি আবেদন করতে পারবেন। এমনকী দশম শ্রেণির থেকে বেশি যোগ্যতার ব্যক্তিরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে মনে রাখতে হবে, প্রার্থী বাছাই কেবল দশম শ্রেণির নম্বরের ভিত্তিতেই হবে।
ASHA Jobs: চাকরিপ্রার্থীর বয়সসীমা
আশাকর্মী পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ৩০-৪০ বছরের মধ্যে হতে হবে। মনে রাখবেন, এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে।
Jobs In Purulia: আবেদন মূল্য
এই পদে আবেদনের জন্য চাকরিপার্থীকে কোনও ধরনের আবেদনের মূল্য দিতে হবে না।
ASHA Jobs: প্রার্থী বাছাই পদ্ধতি
আশাকর্মী পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর দশম শ্রেণির যোগ্যতা দেখা হবে। পরে প্রার্থীর ইন্টারভিউ নেবে কর্তৃপক্ষ। শেষে নথি যাচাইয়ের পরই তাঁকে আশা কর্মী পদে পুরুলিয়ায় নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদে জানতে সরকারি বিজ্ঞপ্তি দেখে নিন। এ ছাড়াও রাজ্যে অনেক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
Health Jobs In West Bengal: রাজ্যের এই জেলায় স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সঙ্গে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ছাড়াও অন্যান্য পদে রয়েছে চাকরির সুবর্ণ সুযোগ| আগ্রহী চাকরিপ্রার্থীরা এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগণার অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিতে পারেন। চিফ মেডিক্যাল অফিসার (CMOH)-এর মাধ্যমেই হচ্ছে এই নিয়োগ।
Jobs In Bengal: আবেদনের শেষ তারিখ
এই পদে নিয়োগের ক্ষেত্রে ২টি গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে। ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই নিয়োগ। চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। চাকরিপ্রার্থীদের এই পুরো আবেদনের ক্ষেত্রে অনলাইনের নিয়োগ পদ্ধতি মানতে হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)