Medical Jobs In Kolkata: কলকাতায় প্রচুর মেডিক্যাল অফিসার নিয়োগ, এরা করতে পারবেন আবেদন
Medical Jobs In Kolkata: কলকাতায় ন্যাশনাল আর্বান হেলথ মিশন (NUHM)-এর আওতায় নেওয়া হবে মেডিক্যাল অফিসারদের। সব মিলিয়ে ৭৫ জন মেডিক্যাল অফিসার নিয়োগ করবে কর্তৃপক্ষ।
Jobs In Kolkata: কলকাতায় বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মেডিক্যাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত যোগ্যতা থাকলে নির্দিষ্ট ঠিকানায় সরাসরি ইন্টারভিউ দিতে আসতে পারবেন চাকরিপ্রার্থীরা।জেনে নিন আবেদনের শেষ তারিখ।
Medical Jobs In Kolkata: কলকাতায় ন্যাশনাল আর্বান হেলথ মিশন (NUHM)-এর আওতায় নেওয়া হবে মেডিক্যাল অফিসারদের। সব মিলিয়ে ৭৫ জন মেডিক্যাল অফিসার নিয়োগ করবে কর্তৃপক্ষ। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। কলকাতার বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই ডাক্তারদের নিয়োগ করা হবে।
MEDICAL OFFICER – 75 Posts
Jobs In Kolkata: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অবশ্যই MBBS-উত্তীর্ণ হতে হবে। সঙ্গে ১ বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর। এই সবের জন্য চাকরিপ্রার্থীর West Bengal Medical Council-এর রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক।
Medical Jobs In Kolkata: বয়স সীমা
এই মেডিক্যাল অফিসার পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। এর বেশি বয়স হলে আবেদন করতে পারবেন না কেউ। এই বিষয়ে আরও বিশদে জানতে চাকরিপ্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। নিচে সেই লিঙ্ক দিয়ে দেওয়া হল।
Jobs In Kolkata: কীভাবে আবেদন করবেন়
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বর্ণ, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র ও অন্য কোনও প্রাসঙ্গিক নথির সমর্থনে আবেদন/প্রশংসাপত্র সহ নিচের নির্ধারিত তারিখে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের জন্য সরাসরি উপস্থিত হতে পারেন। ১০ মার্চ হবে সরাসরি ইন্টারভিউ।
Medical Jobs In Kolkata: ইন্টারভিউয়ের তারিখ ও স্থান
Date: 10/03/2022
Venue: Room No.254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N. Banerjee Road, Kolkata – 700013
Official website of Kolkata City NUHM Society — https://www.kmcgov.in
আরও পড়ুন: IIT Kharagpur Jobs: আইআইটি খড়গপুরে প্রচুর পদে চাকরি, আবেদনের যোগ্যতা জানেন ?
আরও পড়ুন: Kolkata Port Jobs: শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে চাকরির সুযোগ, এই পদগুলিতে হবে নিয়োগ
Education Loan Information:
Calculate Education Loan EMI