(Source: ECI/ABP News/ABP Majha)
MSCWB recruitment 2021: রাজ্যে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন আবেদনের শেষ তারিখ
West Bengal Municipal Service Commission : ৮টি খালি পদের জন্য প্রার্থী চেয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এই পদের জন্য অনলাইনে ৪ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
নয়াদিল্লি: রাজ্যে একাধিক পদে নিয়োগর বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন(West Bengal Municipal Service Commission)। ইঞ্জিনিয়ার, ড্রাফটম্যান ছাড়াও আরও পদে হবে নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এই পদের জন্য অনলাইনে ৪ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
সব মিলিয়ে ৮টি খালি পদের জন্য প্রার্থী চেয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সার্ভেয়র, ড্রাফটম্যান, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। মোহবনি ডেভেলপমেন্ট অথরিটি রিক্রুটমেন্ট ২০২১ সালের জন্য এই নিয়োগ। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীদের West Bengal Municipal Service Commission-এর অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
কোন পদে কত নিয়োগ
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার–০১
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(সিভিল)–০১
সার্ভেয়র–০১
ড্রাফটম্যান–০১
ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট–০১
লোয়ার ডিভিশন ক্লার্ক–০২
অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার–০১
শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলিতে আবেদনের জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, হায়ার সেকেন্ডারি পাশ, মাধ্যমিক পাশ যোগ্যতা প্রয়োজন। তবে তা আবেদনকারীর নির্দিষ্ট পদের ভিত্তিতেই লাগবে। এই বিষয়ে বিশদে জানতে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট দেখতে হবে আবেদনকারীদের।
বয়স সীমা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম মেনে কিছু ক্ষেত্রে বয়সের সীমা শিথিল করা হয়েছে। পুরুষ, মহিলা সবাই এই পদে আবেদন করতে পারবেন।
কীভাবে আবেদন করবেন ?
চাকরিপ্রার্থীদের নিজের যোগ্যতার যাবতীয় নথি আবেদনের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট http://www.mscwb.org-এ জমা করতে হবে। আগামী ৪ নভেম্বরের মধ্যে করতে হবে এই কাজ।
আরও পড়ুন: South Central Railway Recruitment 2021: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, প্রচুর পদ খালি
Education Loan Information:
Calculate Education Loan EMI