NEET 2021 Update: চলতি সপ্তাহে প্রকাশিত হতে পারে NEET-এর উত্তরপত্র, কীভাবে করবেন হিসেব ?
গত ১২ সেপ্টেম্বর নিট (NEET 2021)পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি।এবার সেই পরীক্ষার সব প্রশ্নপত্রের সেট উত্তরের সঙ্গে প্রকাশ করতে চলেছে কর্তৃপক্ষ।
নয়াদিল্লি: আর দেরি নেই। প্রতীক্ষার অবসান হতে পারে চলতি সপ্তাহে। প্রকাশিত হতে চলেছে নিট ২০২১-এর উত্তরপত্র (NEET 2021 answer key)। সরকারিভাবে ঘোষণা করা না হলেও আশা করা হচ্ছে, এই সপ্তাহেই ফল সামনে আনবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি National Testing Agency (NTA)।
রেজাল্টের হিসেব করতে পারবেন পরীক্ষার্থীরা
গত ১২ সেপ্টেম্বর নিট (NEET 2021)পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি।এবার সেই পরীক্ষার সব প্রশ্নপত্রের সেট উত্তরের সঙ্গে প্রকাশ করতে চলেছে কর্তৃপক্ষ। নিট-২০২১ পরীক্ষার ফল উত্তরপত্র দেখা যাবে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিশিয়াল সাইট neet.nta.nic.in-এ।এই ওয়েবসাইট থেকে কোড অনুযায়ী অফিশিয়াল NEET UG 2021 answer key ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।যার ফলে নিজেদের স্কোর ক্যালকুলেশন সারতে পারবেন তারা।
কীভাবে অস্থায়ী উত্তরপত্র দেখতে পারবেন ?
পরীক্ষার্থীদের মাথায় রাখতে হবে দুই পর্বে এই 'অ্যান্সার কি' বা উত্তরপর্ব প্রকাশিত হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইটে। প্রথমে পরীক্ষার প্রভিশনাল বা অস্থায়ী উত্তরপত্র দেখতে পারবেন পরীক্ষার্থীরা। পরবর্তীকালে এই ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে ওয়েবসাইটে। পরীক্ষার্থী তাঁর অ্যাপলিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিলেই এই অ্যান্সার কি দেখতে পারবেন। এ ছাড়াও NEET OMR sheet প্রকাশ করবে কর্তৃপক্ষ।
কীভাবে NTA NEET 2021 answer key ডাউনলোড করবেন ?
১ প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিশিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ পরীক্ষার্থীর লগ ইন সেকশনে যান।
২ এখানে একটা নতুন পেজ আপনার সামনে খুলে যাবে। সেখানে অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড জমা দিন।
৩ এই পর্বে NEET Official answer key 2021 একটা নতুন ট্যাবে খুলে যাবে।
৪ এবার এখান থেকে উত্তরপত্র ডাউনলোড করুন।
আরও পড়ুন : India Post Recruitment 2021: Post Office-এ স্পোর্টস কোটায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ
আরও পড়ুন : Railway Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে রেল, ১০ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI