NEET UG 2025 Result: 'NEET- এর প্রস্তুতি নিতে চাইলে মোবাইল ত্যাগ করো, সপ্তাহে একবারের বেশি ব্যবহার নয়', বলছেন AIR 2 উৎকর্ষ
NEET UG 2025: ইন্দোরের বাসিন্দা উৎকর্ষ বাড়িতে নয়, হস্টেলে থেকে পড়াশোনা করেছেন। কিন্তু কেন? উৎকর্ষ বলছেন, হস্টেলে পড়াশোনার যে পরিবেশ তৈরি হয় তা বাড়িতে সম্ভব নয়।

NEET UG 2025 Result: প্রকাশিত হয়েছে NEET UG 2025- র রেজাল্ট। দ্বিতীয় স্থানে রয়েছেন মধ্যপ্রদেশের উৎকর্ষ অবধিয়া। ৯৯.৯৯৯৯০৯৫- এই পার্সেন্টাইল স্কোর করেছেন উৎকর্ষ। সংবাদসংস্থা এএনআই- কে দেওয়া সাক্ষাৎকারে উৎকর্ষ বলেছেন, 'বাচ্চাদের বলতে চাই, যদি NEET- এর প্রস্তুতি নিতে চাও, তাহলে মোবাইল বেশি ব্যবহার কোরো না। সপ্তাহে একবারের বেশি ব্যবহার করা উচিত নয়। আমি স্মার্টফোনের কথা বলছি। সোশ্যাল মিডিয়া থেকেও দূরে থাকা উচিত। এর পাশাপাশি উৎকর্ষ জানিয়েছেন, একাদশ শ্রেণি থেকেই NEET- এর প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। গোটা জার্নিটা উপভোগ করেছেন উৎকর্ষ। এমন নয় যে বিষয়টা খুব কঠিন ছিল। তবে তিনি যে পরিশ্রম করেছেন, সেকথাও বলেছেন উৎকর্ষ।
#WATCH | Madhya Pradesh: Indore's Utkarsh Awadhiya has secured All India Rank 2 in NEET UG 2025
— ANI (@ANI) June 14, 2025
He says, "I continued working hard and enjoyed the journey. It is not that this journey was very difficult for me. I enjoyed this journey at every step... I lived in a hostel because… pic.twitter.com/mTbEJBeQ2P
ইন্দোরের বাসিন্দা উৎকর্ষ বাড়িতে নয়, হস্টেলে থেকে পড়াশোনা করেছেন। কিন্তু কেন? উৎকর্ষ বলছেন, হস্টেলে পড়াশোনার যে পরিবেশ তৈরি হয় তা বাড়িতে সম্ভব নয়। আর সেই জন্যই হস্টেলে থেকে NEET- এর প্রস্তুতি নিয়েছেন তিনি। উৎকর্ষ এও বলেছেন যে তাঁর যে অল ইন্ডিয়া র্যাঙ্ক ২ হবে, এমন কিছু তিনি ভাবেননি। কিন্তু তিনি পরিশ্রম করেছেন। রোজ মন দিয়ে পড়াশোনা করেছেন। ২ বছরের ছোট ভাই রয়েছে উৎকর্ষের। আগামী দিনে সেও হয়তো JEE- এর প্রস্তুতি নেবে, এমন আভাসই দিয়েছেন উৎকর্ষ।
NEET UG 2025 পরীক্ষায় সারা ভারতে প্রথম হয়েছেন রাজস্থানের মহেশ কুমার। তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ১ (AIR 1) এবং পার্সেন্টাইল স্কোর ৯৯.৯৯৯৯৫৪৭. অন্যদিকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দিল্লি (এনসিটি)- র অভিকা আগরওয়াল। তাঁর অল ইন্ডিয়া র্যাঙ্ক ৫ (AIR 5) এবং পার্সেন্টাইল স্কোর ৯৯.৯৯৯৬৮৩২. NEET UG 2025 পরীক্ষায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন রাজস্থান, দিল্লি, গুজরাত, পঞ্জাব, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের প্রার্থীরা। NEET UG 2025 পরীক্ষার রেজাল্টে প্রথম ১০ জন প্রার্থীর মধ্যে দিল্লির ৩ জন, মহারাষ্ট্রের ২ জন, গুজরাতের ২ জন, রাজস্থানের ১ জন, মধ্যপ্রদেশের ১ জন এবং পঞ্জাবের ১ জন প্রার্থী রয়েছেন। সম্ভবত প্রথমে ১০- এর মধ্যে একজনই মেয়ে প্রার্থী রয়েছেন, তিনি হলেন দিল্লির অভিকা আগরওয়াল।
Education Loan Information:
Calculate Education Loan EMI


















