Recruitment News: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিপুল নিয়োগ, বছরে ২৫ লক্ষের বেতন- আবেদন করেছেন ?
PNB Recruitment: এসওসি ম্যানেজার, এসওসি অ্যানালিস্ট, ইনসিডেন্ট রেসপন্স অ্যানালিস্ট, ফায়ারওয়াল সিকিউরিটি স্পেশালিস্ট, নেটওয়ার্ক সিকিউরিটি, এন্ডপয়েন্ট সিকিউরিটি ম্যানেজার পদে নিয়োগ হবে পিএনবিতে।
PNB Recruitment: ব্যাঙ্কে চাকরি খুঁজছেন ? চাকরির প্রস্তুতি নিচ্ছেন ? পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে মিলছে সুযোগ। বিপুল নিয়োগ হবে এই ব্যাঙ্কে। অনেকগুলো বিভাগে অনেকগুলি শূন্যপদ রয়েছে এই ব্যাঙ্কে সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাঙ্ক (Recruitment News)। এসওসি ম্যানেজার, এসওসি অ্যানালিস্ট, ইনসিডেন্ট রেসপন্স অ্যানালিস্ট, ফায়ারওয়াল সিকিউরিটি স্পেশালিস্ট, নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট, এন্ডপয়েন্ট সিকিউরিটি ম্যানেজার এই সমস্ত পদে হবে নিয়োগ। ১৮টি পদে হবে এই নিয়োগ। ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স (PNB Recruitment) হলেই করতে পারবেন আবেদন। তবে এই নিয়োগে নির্বাচিত হলে দিল্লিতে থেকে কাজ করতে হবে।
শূন্যপদ
এসওসি ম্যানেজার, এসওসি অ্যানালিস্ট, ইনসিডেন্ট রেসপন্স অ্যানালিস্ট, ফায়ারওয়াল সিকিউরিটি স্পেশালিস্ট, নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট, এন্ডপয়েন্ট সিকিউরিটি ম্যানেজার পদে লোক নেওয়া হবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। ১৮টি শূন্যপদ রয়েছে। একেকটি বিভাগে শূন্যপদ একেক রকম। দেখে নিন কোন বিভাগে কতজন লোক নেওয়া হবে।
এসওসি ম্যানেজার- ২
এসওসি অ্যানালিস্ট, ইনসিডেন্ট রেসপন্স অ্যানালিস্ট- ৪
ফায়ারওয়াল সিকিউরিটি স্পেশালিস্ট- ৩
নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট- ৩
এন্ডপয়েন্ট সিকিউরিটি ম্যানেজার – ৬
বয়স
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরির আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২৫ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
কী যোগ্যতা লাগবে
AICTE বা ইউজিসি স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীকে এমসিএ করে থাকতে হবে। এছাড়া কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সে বা ইনফর্মেশন টেকনোলজিতে বি.ই অথবা বি.টেক ডিগ্রি করে থাকতে হবে।
বেতন কী পাবেন
এসওসি ম্যানেজার, এসওসি অ্যানালিস্ট, ইনসিডেন্ট রেসপন্স অ্যানালিস্ট, ফায়ারওয়াল সিকিউরিটি স্পেশালিস্ট, নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্টস পদে নিয়োগ পেলে আপনার বেতন বছরে ২০ লাখ থেকে ২৫ লাখের মধ্যে থাকবে আর বাকি পদগুলির জন্য বেতন হবে বছরে ১৫ লাখ থেকে ২০ লাখের মধ্যে।
কীভাবে হবে নির্বাচন
এর জন্য কোনও পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হবে না। পরীক্ষার্থীকে ইন্টারভিউর মাধ্যমেই নির্বাচন করা হবে।
কাজের মেয়াদ
নয়াদিল্লিতে থেকে কাজ করতে হবে। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। কাজের দক্ষতার ভিত্তিতে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।
কীভাবে আবেদন
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে উপরোক্ত পদগুলির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অনলাইনে ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আগামী ১৮ অগস্টের মধ্যে সেরে ফেলতে হবে এই আবেদন।
আরও পড়ুন: NEET UG Result 2024: NEET UG-র সংশোধিত ফল প্রকাশ, প্রথম স্থানে ১৭; বাংলা থেকে কজন?
Education Loan Information:
Calculate Education Loan EMI