Railway Jobs: দশম উত্তীর্ণ হলেই পাবেন রেলের এই চাকরি, ITI বাধ্যতামূলক নয়; বড় ঘোষণা রেলওয়ে বোর্ডের
RRB Group D Jobs: আগে রেলের লেভেল ১ নিয়োগের জন্য দশম শ্রেণি উত্তীর্ণ (Railway Recruitment Board) হওয়ার সঙ্গে সঙ্গে একত্রে আইটিআই ডিপ্লোমা কিংবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকা জরুরি ছিল।
RRB Group D Jobs: নতুন বছরে বড় ঘোষণা রেলওয়ে বোর্ডের। এবার থেকে রেলের গ্রুপ ডি বা লেভেল ১ পদের চাকরির জন্য কেবলমাত্র দশম উত্তীর্ণ হলেই প্রার্থীকে যোগ্য বলে বিবেচনা করা হবে। আইটিআই ডিপ্লোমা আর বাধ্যতামূলক (Railway Jobs) নয়। এই নতুন নিয়মের অধীনে যে সমস্ত প্রার্থী দশম উত্তীর্ণ হয়েছেন কিংবা আইটিআই পাশ করেছেন, কিংবা যার ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের তরফে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (Railway Recruitment Board) আছে তারাই এই চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
আগে রেলের লেভেল ১ নিয়োগের জন্য দশম শ্রেণি উত্তীর্ণ (Railway Recruitment Board) হওয়ার সঙ্গে সঙ্গে একত্রে আইটিআই ডিপ্লোমা কিংবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকা জরুরি ছিল। ২ জানুয়ারি সমস্ত রেলওয়ে জোনকে পাঠানো চিঠিতে রেলওয়ে বোর্ড জানিয়েছে একটি পুনর্মূল্যায়নের মাধ্যমে এই সিদ্ধান্ত (Railway Jobs) নেওয়া হয়েছে, আগের সমস্ত নির্দেশাবলী এবার থেকে আর মানা হবে না।
রেলওয়ে বোর্ডের নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, 'বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লেভেল ১ পদের জন্য আগামী দিনের সমস্ত ওপেন মার্কেট নিয়োগের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে দশম পাশ অথবা আইটিআই বা সমতুল ডিগ্রি অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট যা এনসিভিটি দায়ের করেছে'।
আরও পড়ুন; WBPSC Recruitment: WBCS সহ একগুচ্ছ শূন্যপদ ঘোষণা, কোন পদে কত আসন ? জানাল PSC
ভারতীয় রেলওয়েতে লেভেল ১ পদের মধ্যে রয়েছে বিভিন্ন বিভাগের (Railway Recruitment Board) অ্যাসিস্ট্যান্ট পদ, পয়েন্টসম্যান এবং ট্র্যাক মেনটেনারের পদ। আরআরবি গ্রুপ ডি লেভেল ১ পদে নিয়োগের একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি এর আগে ২৩ ডিসেম্বর প্রকাশ পেয়েছিল অফিসিয়াল ওয়েবসাইটে। আর এই বিজ্ঞপ্তি অনুযায়ী রেলের এই সমস্ত পদে এবার ৩২ হাজার কর্মী নিয়োগ করা হবে। আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আবেদন। দুই ধাপের কম্পিউটার বেসড পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট এবং নথি যাচাই, মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে বয়স হলেই এই পরীক্ষায় বসা যাবে। এই পরীক্ষার জন্য আবেদনের ফি অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ধার্য করা হয়েছে ৫০০ টাকা এবং বাকি সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা।
Education Loan Information:
Calculate Education Loan EMI