Railway Job News: রেলে বিপুল শূন্যপদে নিয়োগ, বাড়ল আবেদনের মেয়াদ, শূন্যপদ কত?
Job News: আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। কিংবা পাশ করতে হবে আইটিআই। অথবা সমতুল্য কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিংবা আবেদনকারীদের কাছে থাকতে হবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

Railway Job News: মেয়াদ বাড়ল রেলের চাকরির আবেদনের। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) ৩২,৪৩৮টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে। অ্যাসিসট্যান্ট-সহ একাধিক পদে রয়েছে চাকরির সুযোগ। আর এইসব চাকরির জন্য আবেদন করার মেয়াদ বাড়িয়েছে আরআরবি (RRB Recruitment 2025) কর্তৃপক্ষ। আগে জানানো হয়েছিল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন যোগ্য এবং আগ্রহীরা। বর্তমানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (Railway Recruitment Board) তরফে জানানো হয়েছে আগামী ১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। rrbapply.gov.in - এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে হবে যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের। ৩ মার্চ পর্যন্ত অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে। তারপর অ্যাপ্লিকেশন উইন্ডো বন্ধ হয়ে যাবে। ৪ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত খোলা থাকবে কারেকশন উইন্ডো। অ্যাপ্লিকেশনে কিছু ভুল থাকলে তা সংশোধন করে নেওয়ার সুযোগ পাবেন আবেদনকারীরা।
কারা আবেদন করতে পারবেন রেলের এই চাকরির জন্য
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। কিংবা পাশ করতে হবে আইটিআই। অথবা সমতুল্য কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিংবা আবেদনকারীদের কাছে থাকতে হবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যা দেবে এনসিভিটি। অর্থতা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত সার্টিফিকেট থাকতে হবে। উল্লিখিত বিষয়গুলি পূরণ হলেই আবেদন করা যাবে রেলের এইসব চাকরির জন্য।
আবেদনকারীদের বয়স কত হওয়া জরুরি
ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে আবেদনকারীদের। আর বয়স ৩৬ বছরের বেশি হলে আবেদন করা যাবে না। ১ জানুয়ারি, ২০২৫ অনুসারে বয়স দেখা হবে আবেদনকারীদের।
চার পর্যায়ে হবে নির্বাচন, আবেদনকারীদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের
- কম্পিউটার বেসড এক্সামিনেশন বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (আবেদনকারীদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা জরুরি)
- ফিজিকাল এফিশিয়ানেসি টেস্ট
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিকেল এক্সামিনেশন
কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি
মোট ১০০টি প্রশ্ন থাকবে। একটি ভুল উত্তরের জন্য প্রশ্নে থাকা মোট নম্বরের এক তৃতীয়াংশ বাদ যাবে। মোট ৯০ মিনিট অর্থাৎ দেড় ঘণ্টার পরীক্ষা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অসংরক্ষিত শ্রেণি এবং ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের ৪০ শতাংশ নম্বর পেতে হবে। অন্যদিকে ওবিসি, তফশিলি জাতি, তফশিলি উপজাতির আবেদনকারীদের ৩০ শতাংশ নম্বর পেলেই চলবে।
অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে
বিশেষ ভাবে সক্ষম, মহিলা, রূপান্তরকামী, অবসরপ্রাপ্ত কর্মী, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, সংখ্যালঘু এবং ইকোনমিকালি ব্যাকওয়ার্ড ক্লাসের আবেদনকারীদের ২৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। বাকিদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৫০০ টাকা ধার্য হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফেরতযোগ্য। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার বসার পর ব্যাঙ্ক চার্জ কেটে নিলে যে টাকা পড়ে থাকবে তা ফেরত দিয়ে দেওয়া হবে বিশেষ ভাবে সক্ষম, মহিলা, রূপান্তরকামী, অবসরপ্রাপ্ত কর্মী, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, সংখ্যালঘু এবং ইকোনমিকালি ব্যাকওয়ার্ড ক্লাসের আবেদনকারীদের। বাকি আবেদনকারীদের ৪০০ টাকা রিফান্ড করা হবে।
আরও পড়ুন- ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ, শূন্যপদ কত? কবে পর্যন্ত আবেদন করা যাবে?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
