Job News: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ, শূন্যপদ কত? কবে পর্যন্ত আবেদন করা যাবে?
Bank of Baroda: মোট শূন্যপদের সংখ্যা ৫১৮। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আর তা চালু থাকবে ১১ মার্চ পর্যন্ত।

Job News: ব্যাঙ্ক অফ বরোদায় হতে চলেছে নিয়োগ। চাকরির সুযোগ রয়েছে ম্যানেজার-সহ একাধিক পদের জন্য। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। মোট শূন্যপদের সংখ্যা ৫১৮। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আর তা চালু থাকবে ১১ মার্চ পর্যন্ত।
দেখে নিন কোন পদের জন্য কত শূন্যপদ রয়েছে
- ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট - ৩৫০টি শূন্যপদ
- ট্রেড অ্যান্ড ফোরেক্স ডিপার্টমেন্ট - ৯৭টি শূন্যপদ
- রিস্ক ম্যানেজমেন্ট - ৩৫টি শূন্যপদ
- সিকিউরিটি ডিপার্টমেন্ট - ৩৬টি শূন্যপদ
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে
নির্বাচন প্রক্রিয়ায় থাকতে চলেছে অনলাইন টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট। এছাড়াও আরও একটি পরীক্ষা থাকবে পরবর্তী পর্যায়ের নির্বাচনের জন্য। সেখানে গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউ রাউন্ড থাকতে পারে। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই এই পর্যায়ে সুযোগ পাবেন আবেদনকারীরা।
কেমন হতে চলেছে অনলাইন পরীক্ষা
মোট ১৫০টি প্রশ্ন থাকবে। সর্বোচ্চ ২২৫ নম্বরের পরীক্ষা। এই পরীক্ষা চলছে ১৫০ মিনিট ধরে। অর্থাৎ ২ ঘণ্টা ৩০ মিনিটের অনলাইন পরীক্ষা নেওয়া হবে। ইংরেজি ভাষারও একটি পরীক্ষা হবে। সেটি ছাড়া বাকি পরীক্ষা ইংরেজির পাশাপাশি হিন্দিতেও দেওয়া যাবে।
কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে
জেনারেল, ইকোনমিকালি উইকার সেকশন এবং ওবিসি ক্যান্ডিডেটদের ৬০০ টাকা অ্যাপ্লিকেশন ফি- এর সঙ্গে অ্যাপ্লিকেবল ট্যাক্স, পেমেন্ট গেটওয়ে চার্জও দিতে হবে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলা আবেদনকারীদের ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি- এর সঙ্গে অ্যাপ্লিকেবল ট্যাক্স, পেমেন্ট গেটওয়ে চার্জ দিতে হবে। সব ক্ষেত্রেই এই অ্যাপ্লিকেশন নন-রিফান্ডেবল। অর্থাৎ পরীক্ষা হোক বা না হোক, আবেদনকারী সুযোগ পান বা না পান, অ্যাপ্লিকেশন ফি ফেরত দেওয়া হবে না।
কীভাবে জমা দেওয়া যাবে অ্যাপ্লিকেশন ফি
অনলাইনে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে। ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে যাবতীয় খুঁটিনাটি তথ্য পাবেন আবেদনকারীরা।
আরও পড়ুন- দশম শ্রেণিতে বছরে দু'বার পরীক্ষা হবে ! কী বদল আনছে CBSE ?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
