Jobs And Recruitments: স্টেট ব্যঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজার এবং স্পেশ্যালিস্ট পদে নিয়োগ, কত শূন্যপদ রয়েছে?
SBI Recruitment 2023: অনলাইন পরীক্ষা হতে পারে চলতি বছর ডিসেম্বর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে বা পরের বছরের শুরুতে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে।
Jobs And Recruitments: এসবিআই (SBI) অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) Specialist Cadre Officer পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পদ্ধতি শুরু হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in- এখানে গিয়ে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ১৬ সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন পদ্ধতি শুরু হয়েছে। আগামী ৬ অক্টোবর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মোট ৪৪২টি শূন্যপদে নিয়োগ করা হবে। ম্যানেজার এবং স্পেশ্যালিস্ট পদে নিয়োগ করা হবে।
কবে হতে পারে পরীক্ষা
- অনলাইন পরীক্ষা হতে পারে চলতি বছর ডিসেম্বর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে বা পরের বছরের শুরুতে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে।
- পরীক্ষার ১০ দিন আগে কল লেটার ডাউনলোড করতে হবে। উল্লিখিত পরীক্ষায় সময়কাল সম্ভাব্য।
যোগ্য প্রার্থীদের বাছাই পদ্ধতি
লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। দেশের বিভিন্ন প্রান্তের সেন্টারে এই লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। কিছু পদের জন্য নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে ইন্টারভিউ পর্বের পর প্রার্থীদের নাম শর্টলিস্ট করা হবে বা বেছে নেওয়া হবে।
অ্যাপ্লিকেশন ফি
জেনারেল, ওবিসি এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে ৭৫০ টাকা। তফশিলি জাতি, অফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের জন্য কোনও অ্যাপ্লেকেশন ফি ধার্য করা হয়নি। জানা গিয়েছে, অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) অর্থাৎ আরবিআই (RBI) সম্প্রতি একটি নোটিফিকেশন জারি করেছে। নিয়োগ করা হবে অ্যাসিসট্যান্ট। ২০২৩ সালের এই বিজ্ঞপ্তির ভিত্তিতে অ্যাপ্লিকেশন প্রসেস অর্থাৎ আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী ৪ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। জানা গিয়েছে, ৪৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে। RBI Assistant 2023- এর জন্য অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ২১ এবং ২৩ অক্টোবর। এরপর মেন পরীক্ষা হবে ২ ডিসেম্বর।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন- কলকাতায় মেডিক্যাল অফিসার পদে হচ্ছে নিয়োগ, এরাঁ করতে পারবেন আবেদন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
Education Loan Information:
Calculate Education Loan EMI