Madhyamik Results 2020 LIVE Updates: একাদশ শ্রেণিতে ১ অগাস্ট থেকে ভর্তি, পড়ুয়া নয়, নথি জমা দেবেন অভিভাবকরা, জানালেন শিক্ষামন্ত্রী
WB Madhyamik Results 2020 LIVE | WBBSE Madhyamik Results Announced: মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইট wb10.abplive.com-এ।
LIVE

Background
কলকাতা: আর কয়েকঘণ্টার অপেক্ষা। সকাল ১০টায় প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আজ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। এরপর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, অন্যান্যবারের মতো সকাল ৯টায় না, এবার সকাল ১০টায় প্রকাশিত হবে ফল। এরপর সকাল সাড়ে ১০টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। তবে আজই মার্কশিট পাওয়া যাবে না। সূত্রের খবর, আগামী সপ্তাহে মার্কশিট দেওয়া হবে। তবে পরীক্ষার্থীরা গিয়ে মার্কশিট নিতে পারবে না। অভিভাবকদের গিয়ে মার্কশিট সংগ্রহ করতে হবে।
এবারের মাধ্যমিক পরীক্ষা হয় ১৮ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। যেহেতু লকডাউন শুরু হওয়ার আগেই মাধ্যমিক পরীক্ষার সূচি ছিল, তাই সবকটি বিষয়ের পরীক্ষাই নির্বিঘ্নে শেষ হয়। সেই কারণে মেধাতালিকা প্রকাশিত হবে। মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইট https://bengali.abplive.com/-এ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
