(Source: Poll of Polls)
WB HS Results 2024 Today: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত, পাশের হার ৯০ শতাংশ
West Bengal HS Results 2024 : উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ শুরু
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষা শেষ হওয়ার ৬৯ তম দিনে ফল প্রকাশ করল সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংদের সভাপতি চিরঞ্জীব ভট্টচার্য জানালেন, পাশের হার ৯০ শতাংশ। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা এবার অনেকটাই বেড়েছে। অসম্পূর্ণ ফলাফল এসেছে ৪ জনের। জেলার হিসেবে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। এরপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বীরভূম। প্রথম দশে ১৫টি জেলার ৫৮ জন। হুগলি থেকে ১৩ জন । বাঁকুড়া ১০ জন। কলকাতা ৫ জন । উচ্চ মাধ্যমিকে পাসের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। তিন নম্বরে পশ্চিম মেদিনীপুর।
প্রথম দশে রয়েছেন ১৫ জেলার ৫৮ জন, কারা ?
- উচ্চমাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস (৪৯৬)
- উচ্চমাধ্যমিকে দ্বিতীয় সৌম্যদীপ সাহা (৪৯৫), নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ
- তৃতীয় হয়েছেন মালদার অভিষেক গুপ্ত (৪৯৪)
- মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন চন্দননগরের স্নেহা ঘোষ (৪৯৩)
- মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম কোচবিহারের প্রতীচী রায় তালুকদার (৪৯৩)
- পঞ্চম স্থানে স্কটিশচার্চ কলেজিয়েটের শৌনক কর (৪৯২)
ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। শুধু রোল নম্বর দিয়ে ক্লিক করতে হবে সার্চ বাটনে। অন্যবারের মতো এবারও, জীবনের এই বড় পরীক্ষায়, পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। উচ্চমাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। তার জন্য ক্লিক করতে হবে wb12.abplive.com-এ।
- এবার পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪ জন।
- এ বছর উচ্চ মাধ্য়মিকে পাসের হার ৯০ শতাংশ।
- ১০টি জেলায় পাসের ৯০ শতাংশের বেশি।
- ৮০ শতাংশের বেশি পেয়েছেন ৮.৪৭ শতাংশ।
আজ ফল ঘোষণা হলেও, দু'দিন পর, অর্থাৎ শুক্রবার মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন পরীক্ষার্থীরা। এই বছর প্রথম ফলাফল পুনর্মূল্যায়নের জন্য তৎকাল পরিষেবা চালু করা হয়েছে। ১০ তারিখ মার্কশিট বিলি করা হবে। পুনর্মূল্যায়নের আবেদন জানানো যাবে ১০-১৩ মে-র মধ্যে। আবেদন পেলে ৭ দিনের মধ্যে রিভাইজ রেজাল্ট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।
বিস্তারিত পড়ুন:
আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট দেখুন এবিপি আনন্দের ওয়েবসাইটে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন :
রবীন্দ্রজয়ন্তীতে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গজুড়ে, কলকাতায় তাণ্ডব কালবৈশাখীর?
Education Loan Information:
Calculate Education Loan EMI