Food SI Examination : জেনে নিন কবে হবে ফুড SI- এর পরীক্ষা, কী কী নিষিদ্ধ করা হচ্ছে
West Bengal Job News : শনি ও রবিবার তিনটি সেশনে হবে এই FOOD SI নিয়োেগ-পরীক্ষা। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে বন্ধ করে দেওয়া হবে পরীক্ষাকেন্দ্র।
কলকাতা : রাজ্য সরকারের সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লায়েস সার্ভিসেসের সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার জন্য দিনক্ষণ ঘোষণা করল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। কলকাতা সহ অন্যান্য ভ্যেনুর পরীক্ষাকেন্দ্রে নিয়োগ পরীক্ষাটির দিন ধার্য করা হয়েছে আগামী ১৬ ও ১৭ মার্চ (শনিবার ও রবিবার)। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। প্রতিদিন তিনটি সেশনে হবে পরীক্ষা। সকাল সাড়ে নটা থেকে এগারোটা, দুপুর সাড়ে বারোটা থেকে দুটো এবং বিকেল সাড়ে তিনটে থেকে পাঁচটা। কমিশনের ওয়েবসাইট থেকে অ্য়াডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন পরীক্ষার্থীরা। ২ মার্চ থেকে ডাউনলোড করা যাবে অ্য়াডমিট কার্ড।
কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, প্রার্থীদের জন্য নির্দিষ্ট তারিখ, সময় ও ভ্যেনু ব্যতীত অন্য কোনও তারিখ, সময় ও ভ্যেনুতে কোনওভাবেই পরীক্ষায় বসা যাবে না। এবিষয়ে কোনও অনুরোধও শুনবে না পাবলিক সার্ভিস কমিশন।
পরীক্ষার্থীদের যা মনে রাখা দরকার
কমিশন চাকরিপ্রার্থীদের উদ্দেশে বেশকিছু নির্দেশিকাও জারি করেছে।
১. পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। |
২. পরীক্ষা শুরু হওয়ার পর কোনও প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। |
৩. পরীক্ষা শেষে প্রার্থীরা প্রশ্নপত্র নিয়ে বাড়ি যেতে পারবেন না। |
৪. পরীক্ষা চলাকালীন ওয়াশরুম ব্যবহার করা যাবে না। একমাত্র ব্যতিক্রম, জরুরিকালীন অবস্থা। |
৫. পরীক্ষার জন্য প্রয়োজনীয়, যেমন অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ ইত্যাদি ছাড়া কোনওরকম অন্য সামগ্রী নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসা যাবে না। |
৬. মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, যোগাযোগস্থাপনকারী যে কোনওরকম গ্যাজেট, ক্লিপবোর্ড পরীক্ষা কেন্দ্র চত্বরে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নির্দেশের অন্যথা হলে কড়া ব্যবস্থা। প্রয়োজনে ভবিষ্যতের যে কোনও পরীক্ষা বাতিল হতে পারে। |
৭. মোবাইল ফোন সহ অন্য নিষিদ্ধ ও মূল্যবান বস্তু পরীক্ষাকেন্দ্রে যাতে পরীক্ষার্থীরা না নিয়ে আসেন, সেজন্য কমিশনের তরফে বারংবার সতর্ক করা হচ্ছে। |
৮. এই মর্মে পরীক্ষার্থীদের কোনও বস্তু হারিয়ে গেলে কমিশন কোনওভাবে দায়ি থাকবে না বলে জানানো হয়েছে। এছাড়াও পরামর্শ দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডে উল্লেখিত নির্দেশাবলী পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার। |
এছাড়াও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট psc.wb.gov.in-এ যান ও প্রয়োজনীয় তথ্য জেনে নিন।
আরও পড়ুন : মিস ইন্ডিয়া হতে চেয়েছিলেন, আজ তিনিই সফল IAS অফিসার- কীভাবে স্বপ্নপূরণ ?
Education Loan Information:
Calculate Education Loan EMI