WBPDCL Recruitment 2021: রাজ্যে পাওয়ার কর্পোরেশনে প্রচুর পদে নিয়োগ, ২১ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬৬ জনকে নিয়োগ করবে কর্তৃপক্ষ। মাইনস ম্যানেজার, সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার, ব্লাস্টিং অফিসার ছাড়াও অন্য পদে নিয়োগ করবে কর্পোরেশন।
কলকাতা: ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে(WBPDCL Recruitment)প্রচুর পদে নিয়োগ শুরু হয়েছে। আপাতত তিন বছরের চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত চাকরিতে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
West Bengal Power Development Corporation Limited (WBPDCL)Recruitment
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬৬ জনকে নিয়োগ করবে কর্তৃপক্ষ। মাইনস ম্যানেজার, সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার, ব্লাস্টিং অফিসার, ওয়েলফেয়ার অফিসার, সার্ভেয়ার, ওভারম্যান, অফিস এক্জিকিউটিভ নিয়োগ করবে কর্পোরেশন। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হলেও কর্মীরা কাজ সন্তোষজনক হলে বাড়তে পারে চুক্তির মেয়াদ।
WBPDCL Recruitment Post
মাইনস ম্যানেজার – ১ পদ
সেফটি অফিসার – ২ পদ
অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার– ৩২ পদ
ব্লাস্টিং অফিসার – ০২ পদ
ওয়েলফেয়ার অফিসার– ০৩ পদ
সার্ভেয়ার– ০৪ পদ
ওভারম্যান – ২১ পদ
অফিস এক্জিকিউটিভ– ০১ পদ
WBPDCL Recruitment Qualification (শিক্ষাগত যোগ্যতা)-
নির্ধারিত পদের জন্য আলাদা ডিগ্রির প্রয়োজন রয়েছে চাকরিপ্রার্থীদের। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ডিপ্লোমা, স্নাতক ও স্নাতক উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের।এই বিষয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে চাকরিপ্রার্থীদের। তিন বছরের ভিত্তিতে হবে এই নিয়োগ।
How to Apply WBPDCL Recruitment (কীভাবে আবেদন করবেন) ?
৬৬টি পদে নির্দিষ্ট যোগ্যাতা থাকলে সরাসরি ইন্টারভিউ দিতে পারেন চাকরিপ্রার্থীরা। সেক্ষেত্রে তাদের সঙ্গে যোগ্যতার শংসাপত্র ছাড়াও প্রামাণ্য সব নথি নিয়ে অফিসে যোগাযোগ করতে হবে। এই শংসাপত্রের মধ্যে কাস্ট, বয়স ছাড়াও অভিজ্ঞতার সার্টিফিকেট জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের।
ইন্টারভিউয়ের দিনক্ষণ (Date & Venue of Walk-in-Interview)
আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন চাকরিপ্রার্থীরা। সে ক্ষেত্রে তাদের Bidyut Unnayan Bhaban’ – Corporate Office – WBPDCL, Block- LA, Plot No.-3/C, Sector-III, Bidhannagar, Kolkata-700106 (beside National Institute of Fashion Technology দেখা করতে হবে।
WBPDCL Recruitment Walk-in-Interview time- সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত নেওয়া হবে ইন্টারভিউ। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অবশ্যই সংস্থার অফিশিয়াল সাইট https://wbpdcl.co.in-এ যোগাযোগ করতে হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI