Municipality Account Manager Recruitment: রাজ্যের বিভিন্ন পুরসভায় হবে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩১ অগাস্ট
ন্যাশনাল আর্বান হেলথ মিশন (National Urban Health Mission)-এর অধীনে রাজ্যে বিভিন্ন পুরসভায় হবে এই নিয়োগ। ১১টি মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার পদে অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।
কলকাতা: রাজ্যের বিভিন্ন পুরসভায় মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার নিয়োগ করবে West Bengal State Health & Family Welfare Samiti.১১টি পদের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।৩১ অগাস্টের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র।
Municipality Accounts Manager Jobs
ন্যাশনাল আর্বান হেলথ মিশন (National Urban Health Mission)-এর অধীনে রাজ্যে বিভিন্ন পুরসভায় হবে এই নিয়োগ। ১১টি মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার পদে অনলাইনে আবেদনের জন্য https://www.wbhealth.gov.in-এ লগ ইন করতে হবে চাকরিপ্রার্থীদের।
চাকরির সারাংশ
কোন পদে নিয়োগ- রাজ্যের বিভিন্ন পুরসভায় মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার নিয়োগ করবে West Bengal State Health & Family Welfare Samiti. ১১ মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার পদে হবে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে কমার্সে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও চাকরিপ্রার্থী B.Com (Hons), CA (Inter)/ CMA (Inter)/ CS (Inter) করা থাকলে অগ্রাধিকার পাবেন।
আবেদনকারীর অভিজ্ঞতা
সরকারি বা বেসরকারি অফিসে ২ বছর অ্যাকাউন্টস বা ফিন্যান্সের কাজ করার অভিজ্ঞতা থাকলে সেই সব চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেবে কর্তৃপক্ষ। পাশাপাশি আবেদনকারীরা অ্যাকাউন্টিং সফটওয়্যার ট্যালি বা এমএস অফিস জানা থাকলে গুরুত্ব পাবেন।
এই পদে বয়স সীমা
Municipality Accounts Manager Jobs-এর ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স সীমা ২১ থেকে ৪০ বছর হওয়া উচিত।
চাকরিপ্রার্থীদের বেতন কাঠামো
একবার বাছাই পর্ব সম্পূর্ণ হলে চুক্তির ভিত্তিতে নিযুক্ত প্রার্থীদের মাসিক ২৬,০০০টাকা দেওয়া হবে।
প্রার্থী বাছাই- চাকরিপ্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ নেওয়া হবে। পরীক্ষার তারিখ ও ইন্টারভিউয়ের বিষয়ে যাবতীয় তথ্য https://www.wbhealth.gov.in-এ পাওয়া যাবে।
আবেদনের ফি-মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ১০০টা অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত ক্যাটিগরির জন্য ৫০ টাকা ধরা হয়েছে আবেদনের ফি। ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে এই টাকা।
Education Loan Information:
Calculate Education Loan EMI