(Source: ECI/ABP News/ABP Majha)
Exit Poll Live: বিহারে বিজেপি-ঝড়ের ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়
Cvoter Exit Poll Live Updates: শেষ হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। কার দখলে যেতে পারে কটা আসন? এক্সিট পোল লাইভ সন্ধে সাতটায়
LIVE
Background
আজ সপ্তদশ লোকসভা নির্বাচনের একেবারে শেষ দফার ভোটগ্রহণ। সারা দেশে একাধিক আসনে ভোট রয়েছে। ভোটগ্রহণ হবে বারাণসী কেন্দ্রে। যেখানে প্রার্থী খোদ নরেন্দ্র মোদি (Narendra Modi)। সপ্তম দফায় ১ জুন ভোট রয়েছে বাংলাতেও (West Bengal Poll)। রাজ্যের ৯টি আসনে ভোট রয়েছে শনিবার। শেষ দফায় (Lok Sabha Election 2024) রাজ্যে সবচেয়ে বেশি আসনে ভোটগ্রহণ হচ্ছে। আর এই দফায় ভোটের লড়াইয়ে রয়েছেন শাসক থেকে বিরোধী সব দলেরই একাধিক হেভিওয়েট প্রার্থী। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মালা রায়ের সঙ্গে সিপিএমের সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য, প্রতীক-উর-রহমান, অন্যদিকে বিজেপির তাপস রায়, দেবশ্রী চৌধুরী- শনিবার ভাগ্যনির্ণয় হবে একাধিক হেভিওয়েট প্রার্থীর।
শনিবার সপ্তম দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Poll)। বারাসাত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর- এই ৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ
সপ্তম দফায় মোট বুথের সংখ্যা ১৭ হাজার ৪৭০ টি। এর মধ্যে ৩ হাজার ৭৪৮ টি টি বুথ স্পর্শকাতর। এই দফায় বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। মোট ৯৬৭ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে সপ্তম দফার নির্বাচনে। থাকছে ১৯৫৮টি কুইক রেসপন্স টিম। লোকসভা নির্বাচনের শেষ দফায় ৩৩২৯৩ জন রাজ্য পুলিশ দায়িত্বে রয়েছে।
সারা দেশে কার দখলে থাকতে পারে কটা আসন? কে গড়বে সরকার? কে বসবে বিরোধীর আসনে? দেখুন সি ভোটার (Lok Sabha Election 2024 Exit Poll) বুথফেরত সমীক্ষার (C Voter Exit Poll) সব আপডেট সন্ধে সাতটা থেকে (ABP C Voter Exit Poll)
Exit Poll Live: বিহারে বিজেপি-ঝড়ের ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়
বিহারের ৪০টি আসনের মধ্য়ে ৩৪ থেকে ৩৮টি আসন পেতে পারে NDA। কংগ্রেস, আরজেডি এবং বামেদের জোট পেতে পারে ৩ থেকে ৫টি আসন।
Exit Poll Live Update: ওড়িশায় পদ্মঝড়! বিজেপি জিততে পারে ১৭-১৯টি আসন, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়
এবিপি সি ভোটারের বুথফেরত সমীক্ষা অনুয়ায়ী ওড়িশায় বিজেপি পেতে পারে ১৭-১৯টি আসন। বিজেডি পেতে পারে ১-৩ বিজেডি। I.N.D.I.A জোটের হাতে আসতে পারে ০-১ টি আসন।
Exit Poll Live Update: ওড়িশায় পদ্মঝড়! বিজেপি জিততে পারে ১৭-১৯টি আসন, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়
এবিপি সি ভোটারের বুথফেরত সমীক্ষা অনুয়ায়ী ওড়িশায় বিজেপি পেতে পারে ১৭-১৯টি আসন। বিজেডি পেতে পারে ১-৩ বিজেডি। I.N.D.I.A জোটের হাতে আসতে পারে ০-১ টি আসন।
ABP C Voter Exit Poll: সাড়ে তিনশো পেরিয়ে যাবে NDA! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়
এবিপি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, দেশে এনডিএ পেতে পারে ৩৫৩-৩৮৩টি আসন। I.N.D.I.A পেতে পারে ১৫২-১৮২টি আসন। অন্যরা পেতে পারে ৪-১২টি আসন।
Exit Poll Live News: উত্তরপ্রদেশে ৮০টির মধ্যে ৬২-৬৬টি আসনে জিততে পারে বিজেপি
সি ভোটারের এক্সিট পোল অনুযায়ী, দেশের মধ্য়ে সবথেকে বেশি লোকসভা আসন যে রাজ্য়ে, সেই উত্তরপ্রদেশে আগেরবারের চেয়ে আসন সামান্য় কমলেও, ৮০টি আসনের মধ্য়ে ৬২ থেকে ৬৬টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন NDA। ১৫ থেকে ১৭টি আসন যেতে পারে কংগ্রেস ও সমাজবাদী পার্টির ঝুলিতে।