ABP Cvoter Opinion Poll: উত্তর থেকে দক্ষিণে মোদি-ম্যাজিক? নাকি পাল্লা ভারী বিরোধী জোটের? কী ইঙ্গিত সমীক্ষায়?
Lok Sabha Election Opinion Poll: আর কয়েকদিনের মধ্যেই হয়তো ঘোষিত হবে ২০২৪ -এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ। দিল্লির মসনদের দৌড়ে এগিয়ে থাকতে পারে কে? জনমত সমীক্ষা করেছে এবিপি সি ভোটার। কী উঠে এল তাতে?
কলকাতা: লোকসভা ভোট আসন্ন। এখনও ভোটের (Lok Sabha Elections 2024) দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে প্রার্থীতালিকা প্রকাশ করা শুরু হয়েছে। কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে বিভিন্ন দল। এমন সময়েই একটি বিশেষ সমীক্ষা চালিয়েছে এবিপি সি ভোটার (ABP Cvoter Opinion Poll)। দেশের জনমত (ABP News Cvoter Survey) কোনদিকে যেতে পারে তারই একটি আভাস খোঁজায় চেষ্টায় হয়েছে এই সমীক্ষা। লোকসভার ৫৪৩টি আসন এলাকা থেকেই এই জনমতের আভাস বোঝার চেষ্টা করা হয়েছে। কথা বলা হয়েছে ৪১ হাজার ৭৬২ জনের সঙ্গে। ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত চলেছে এই সমীক্ষা। নির্বাচনের ফলের সঙ্গে অনেকসময়েই এই সমীক্ষা একেবারে মেলে না। অনেকসময় আবার হুবহু মিলে যায়। সেই দিকে তাকিয়ে চেষ্টা চলেছে জনমত বোঝার জন্য।
এবিপি নিউজ সি ভোটার জনমত সমীক্ষা (ABP Cvoter Opinion Poll 2024) অনুযায়ী, বিজেপি দেশের চারটি রাজ্য হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাত এবং রাজস্থানে ক্লিন সুইপ করতে পারে। জনমত সমীক্ষা অনুযায়ী, এই চার রাজ্যে কংগ্রেস তাদের খাতা খুলতে পারবে না।
অসম:
এবিপি নিউজ সি ভোটার জনমত (Lok Sabha Elections Opinion Poll 2024) সমীক্ষা অনুযায়ী অসমে এনডিএ ৪৫ শতাংশ ভোট পেতে পারে। I.N.D.I.A জোট পেতে পারে ৩৮ শতাংশ, AIUDF পেতে পারে ১৩ শতাংশ ভোট। আসনের পরিসংখ্যান দেখলে বিপুল আসন জিততে পারে এনডিএ (PM Modi)। মোট আসন ১৪টি। সেখানে NDA- ১২টি, I.N.D.I.A জোট (INDIA Alliance) ২ টি আসন পেতে পারে। বাকিদের খালি হাতে ফিরতে হবে।
অরুণাচল প্রদেশ:
এই রাজ্যেও বিজেপি জোট সবচেয় বেশি আসন পেতে পারে। বিজেপি জোট ভোটের ৬১ শতাংশ নিজেদের দখলে রাখতে পারে। I.N.D.I.A জোট পেতে পারে ৩২ শতাংশ ভোট। আসনের ভিত্তিতে অনেকটাই এগিয়ে থাকতে পারে বিজেপি জোট।
মণিপুর:
উত্তর পূর্বের এই রাজ্যটিতেও বিরোধীদের অনেকটা পিছনে ফেলতে পারে এনডিএ। ভোটের নিরিখে বিজেপি জোটের ঝুলিতে যাবে ৫০ শতাংশ ভোট।
অসম বাদ দিলে গোটা উত্তর পূর্ব থেকে বিজেপি জোট নিজেদের দখলে রাখতে পারে মোট ৯টি আসন। এনডিএ-এর শরিক এনপিপি মেঘালয়ে ২টি আসন পাবে, এনডিপিপি নাগাল্যান্ডে ১ টি আসন পাবে। এসকেএম সিকিমে ১টি আসন পাবে।
কর্নাটক:
দক্ষিণের এই রাজ্যে ম্যাজিক দেখাতে পারে বিজেপি। এমনটাই মত এবিপি নিউজ সি ভোটার জনমত সমীক্ষায়। মোট ২৮টি আসনে লড়াই। এনডিএ একাই পেতে পারে ৫৩ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৪২ শতাংশ ভোট। ২৮টি আসনের মধ্যে ২৩টিতেই ফুটতে পারে পদ্ম, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র ৫টি আসন। এমনটাই পায়া গিয়েছে সমীক্ষায়। এবার এই রাজ্যে একসঙ্গে লড়ছে বিজেপি ও জেডিএস। তাই ধাক্কা খেতে পারে কংগ্রেস, মনে করা হচ্ছে এমনটাই।
তামিলনাড়ুতে ধাক্কা:
দক্ষিণের এই রাজ্যটি খালি হাতে ফেরাতে পারে বিজেপিকে। রাজ্যের ৩৯টি আসনের মধ্যে একটিও জিততে পারবে না বিজেপি। I.N.D.I.A জোট এবং বাকিদের ঝুলিতেই যাবে সবগুলি।
পঞ্জাব:
পঞ্জাবে মোট ১৩টি লোকসভা আসন রয়েছে। এবিপি নিউজ সি ভোটার জনমত সমীক্ষা অনুসারে, পঞ্জাবে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে কড়া টক্কর হতে পারে। এখানে বিজেপি বিশেষ সুবিধা করতে পারবে না বলে উঠে এসেছে সমীক্ষায়। এই রাজ্যে আম আদমি পার্টি ৬টি আসন, কংগ্রেস ৫টি আসন, বিজেপি ১টি আসন এবং আকালি দল ১টি আসন পেতে পারে। তবে ভোট শতাংশের বিচারে ৩০ শতাংশ ভোট পেয়ে সবচেয়ে বেশি এগিয়ে থাকতে পারে কংগ্রেস।
উত্তরপ্রদেশ:
দিল্লির মসনদে কে বসবে তার গতিপ্রকৃতি অনেকটাই ঠিক করে দেয় উত্তরপ্রদেশ। ৮০টি লোকসভা আসনের এই রাজ্যে যে দল বাজিমাত করতে পারে, দিল্লির দৌড়ে অনেকটাই এগিয়ে যায় তারা। এবিপি নিউজ সি ভোটার সমীক্ষায় এবারের লোকসভা নির্বাচনেও উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ভোট পেতে পারে এনডিএ। তাদের ঝুলিতে আসতে পারে ৫১ শতাংশ ভোট। I.N.D.I.A জোট পেতে পারে ৩৫ শতাংশ ভোট। বিএসপি-এর ঝুলিতে আসতে পারে ৮ শতাংশ ভোট। আসন সংখ্যার নিরিখে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বিজেপি-জোট। এই রাজ্যে ৮০টির মধ্যে ৭৪টি আসনই আসতে পারে এনডিএ-এর ঝুলিতে। উল্টোদিকে I.N.D.I.A জোট পেতে পারে ৬টি আসন।
(তথ্যসূত্র: ABP News ও ABP Live Hindi)
(ডিসক্লেমার: বর্তমান সমীক্ষা ও তৎলব্ধ পূর্বাভাসটি CVoter Opinion Poll Computer Assisted Telephone Interview বা 'CATI' ভিত্তিতে যে ৪১ হাজার ৭৬২ জন প্রাপ্তবয়স্কের উপর করা হয়েছিল, তা থেকে পাওয়া গিয়েছে। এঁরা প্রত্যেকে ভোটার-তালিকাভুক্ত। গত ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সমীক্ষার কাজ চলে। রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভার বিশ্লেষণ করা হয়েছে। রাউন্ডিং এফেক্টের জন্য বহু 'টেবল'-এ যে সংখ্যা রয়েছে, তার যোগফল ১০০ হয়নি। চূড়ান্ত যে তথ্যের উপর বিশ্লেষণ হয়েছে, তা রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের কমবেশি ১%-র মধ্যে। আমরা মনে করি, এটিই জনমতের ধারার সবথেকে কাছাকাছি। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। 'এরর মার্জিন' বা ভুলের মাত্রা কম-বেশি ৫ শতাংশ পর্যন্ত গ্রাহ্য করা হয়েছে এবং ৯৫ শতাংশ কনফিডেন্স ইন্টারভ্যালে আমরা আমাদের ভোট শেয়ারের পূর্বাভাস দিয়েছি।)
আরও পড়ুন: কেঁচো খুড়তে কেউটে! ২ কোটি ব্যাঙ্ক প্রতারণার শিকার বিশ্ববিদ্যালয়! পাকড়াও অভিযুক্ত