Lok Sabha Election 2024: নলহাটিতে প্রচারে বেরিয়ে গ্রামবাসীর ক্ষোভ শুনলেন শতাব্দী !
Lok Sabha Election 2024 : শতাব্দীর আশ্বাস, ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তা শীঘ্রই সারাই হবে।
নলহাটি : 'বারবার আবেদন করেও মেলেনি বাড়ি, হয়নি রাস্তা।' লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রচারে বেরিয়ে গ্রামবাসীর ক্ষোভ শুনলেন বীরভূমের (Birbhum Lok Sabha Constituency) তিন বারের তৃণমূল সাংসদ শতাব্দী রায় (TMC MP Satabdi Roy)। সাংসদকে পেয়ে ক্ষোভ উগরে দিলেন নলহাটি ২ নম্বর ব্লকের বাসিন্দাদের একাংশ। যদিও শতাব্দীর আশ্বাস, ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তা শীঘ্রই সারাই হবে।
এই প্রথম নয়, এর আগেও একাধিকবার গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়েছেন শতাব্দী। এর আগে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে দিদির দূত হিসেবে একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শতাব্দীকে। রামপুরহাট, নলহাটি, মহম্মদবাজার, দুবরাজপুরে গিয়ে গ্রামবাসীর অভাব-অভিযোগ শুনতে হয় তৃণমূল সাংসদকে। পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়েও বিক্ষোভের মুখে পড়েছেন শতাব্দী। গত বছর জুনে বিক্ষোভের মুখে পড়েন তিনি। সেবার দুবরাজপুর ব্লকের (Dubrajpur Block) চিনপাই গ্রামে দলীয় প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল সাংসদকে। গ্রামবাসী অভিযোগ জানান, জলের অভাব, মিলছে না বার্ধক্য ভাতাও। বারবার আবেদন করেও সমস্যার সমাধান হচ্ছে না। এবার লোকসভা ভোটের প্রচারে গিয়েও তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হল।
তবে কি অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি প্রকট হচ্ছে বীরভূমে ? প্রসঙ্গত, গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ২০২২ সালের ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করে সিবিআই (CBI)। এরপর আর্থিক তছরুপ বিরোধী আইনে ইডির (Enforcement Directorate) দায়ের করা মামলায় ২০২২-এর ১৭ নভেম্বর থেকে জেলবন্দি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। বর্তমানে তিনি দিল্লির তিহার জেলে রয়েছেন।
এই পরিস্থিতিতে কেষ্ট-হীন বীরভূমে লোকসভা ভোট। কী হবে তৃণমূলের ? রাজ্যের শাসক দল কি পারবে ভোট বৈতরণী পার হতে ? শতাব্দীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন IPS দেবাশিস ধরকে। বীরভূমের মতো হেভিওয়েট কেন্দ্র থেকে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে প্রার্থী করেছে বিজেপি। ইস্তফা দেওয়ার ৯ দিনের মাথায় IPS থেকে সরাসরি ভোটযুদ্ধে নেমে পড়েছেন দেবাশিস ধর। ইস্তফাপত্রে দেবাশিস ধর জানিয়েছিলেন, তিনি সামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে চান তিনি। অবশেষে ইস্তফা মঞ্জুর হতেই, বীরভূমে ৩ বারের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে দেবাশিস ধরকেই প্রার্থী করল বিজেপি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে