এক্সপ্লোর
বিজেপি-র প্রথম দফার প্রার্থীতালিকা, ব্যারাকপুরে অর্জুন সিংহ, ঘাটালে ভারতী ঘোষ, যাদবপুরে অনুপম হাজরা

ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: আজ লোকসভা নির্বাচনে বাংলার ২৮টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলেন বিজেপি নেতা জেপি নাড্ডা। এই তালিকায় রয়েছে চমক। যাদবপুরে প্রার্থী হিসেবে অনুপম হাজরার নাম ঘোষণা করা হয়েছে। ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী সদ্য তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেওয়া অর্জুন সিংহ। ঘাটালে প্রার্থী পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। কৃষ্ণনগর থেকে লড়াই করবেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী রাহুল সিনহা। কলকাতা দক্ষিণ কেন্দ্রে প্রার্থী চন্দ্র বসু। দমদমে প্রার্থী শমীক ভট্টাচার্য। মেদিনীপুরে প্রার্থী বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হুগলি থেকে লড়াই করবেন লকেট চট্টোপাধ্যায়। বসিরহাটে বিজেপি প্রার্থী সায়ন্তন বসু।
বাংলায় বিজেপি-র অন্যান্য প্রার্থীদের মধ্যে কোচবিহারে নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে জন বার্লা, জলপাইগুড়িতে জয়ন্ত রায়, রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী, বালুরঘাটে সুকান্ত মজুমদার, মালদা উত্তরে খগেন মুর্মু, মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী, বারাসাতে মৃণালকান্তি দেবনাথ, জয়নগরে অশোক কান্ডারি, মথুরাপুরে শ্যামাপ্রসাদ হালদার, শ্রীরামপুরে দেবজিৎ সরকার, আরামবাগে তপন রায়, তমলুকে সিদ্ধার্থ নস্কর, ঝাড়গ্রামে কুনার হেমব্রম, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, বর্ধমান পূর্বে পরেশচন্দ্র দাস ও বীরভূমে দুধকুমার মণ্ডলের নাম ঘোষণা করা হয়েছে।
বাংলায় বিজেপি-র অন্যান্য প্রার্থীদের মধ্যে কোচবিহারে নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে জন বার্লা, জলপাইগুড়িতে জয়ন্ত রায়, রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী, বালুরঘাটে সুকান্ত মজুমদার, মালদা উত্তরে খগেন মুর্মু, মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী, বারাসাতে মৃণালকান্তি দেবনাথ, জয়নগরে অশোক কান্ডারি, মথুরাপুরে শ্যামাপ্রসাদ হালদার, শ্রীরামপুরে দেবজিৎ সরকার, আরামবাগে তপন রায়, তমলুকে সিদ্ধার্থ নস্কর, ঝাড়গ্রামে কুনার হেমব্রম, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, বর্ধমান পূর্বে পরেশচন্দ্র দাস ও বীরভূমে দুধকুমার মণ্ডলের নাম ঘোষণা করা হয়েছে।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















