BJP Brigade Rally: বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী
সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ মিঠুনের। পরনে তাঁর ধুতি-পাঞ্জাবি। বাঙালিবাবু সাজেই ব্রিগেডে পৌঁছলেন মিঠুন চক্রবর্তী। তাঁকে স্বাগত জানাতে এগিয়ে আসেন কৈলাস বিজয়বর্গীয়। স্টেজে উঠে হাত নাড়ান বর্ষীয়ান অভিনেতা।
![BJP Brigade Rally: বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী BJP Brigade Rally: Mithun Chakraborty joined BJP BJP Brigade Rally: বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/07/32e7fb8b7ffc39628aec649407c8caa2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ব্রিগেডের বিজেপির সভা মঞ্চে দাঁড়িয়ে বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী। পদ্ম-পতাকা, উত্তরীয় পরিয়ে এদিন তাঁকে স্বাগত জানালেন কৈলাস-দিলীপ। দলীয় পতাকা হাতে তুলে দিলেন বিজেপি নেতৃত্ব।
সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ মিঠুনের। পরনে তাঁর ধুতি-পাঞ্জাবি। বাঙালিবাবু সাজেই ব্রিগেডে পৌঁছলেন মিঠুন চক্রবর্তী। তাঁকে স্বাগত জানাতে এগিয়ে আসেন কৈলাস বিজয়বর্গীয়। স্টেজে উঠে হাত নাড়ান বর্ষীয়ান অভিনেতা। তারকাকে দেখেই উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের। গতকাল শনিবার গভীর রাত পর্যন্ত মিঠুনের সঙ্গে বৈঠক হয় কৈলাসের। এদিন বাড়ি থেকে বেরোনোর সময় বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় মিঠুনকে। মিঠুনকে দেখতে থামল গাড়ি, বাস। গাড়ির সামনেই সেলফি তোলার হিড়িক। ১০ মিনিট পর ভিড় ঠেলে বেরোলেন বর্ষীয়ান অভিনেতা।
তাহলে কি এরাজ্যের বিধানসভা ভোটেও মিঠুনকে প্রার্থী করতে পারে বিজেপি? এই প্রশ্ন আগেই উঠেছে আর তা উস্কে গতকাল রাতে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান অভিনেতা। শুধু তাই নয়, বক্তব্য রাখব, কিছু তো হবেই বলে মন্তব্য করেন মিঠুন চক্রবর্তী। সত্যিই কিছু হল। সব জল্পনা শেষ করে বিজেপিতে যোগ দিলেন মিঠুন।
BJP Brigade Rally LIVE: ‘বিজ্ঞাপনে ১৫ কোটি, দিদির পায়ে হাওয়াই চটি’, কটাক্ষ লকেটের
লক্ষ্য নীলবাড়ির দখল। প্রথম দু-দফা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর রবিবার ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই সমাবেশেই ১০ লক্ষ মানুষের জমায়েত করার টার্গেট নিয়েছে গেরুয়া শিবির।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)