WB Election 2021: ভোট-পরবর্তী হিংসা মামলায় স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
ভোট-পরবর্তী হিংসা মামলার শুনানিতে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। স্বরাষ্ট্রসচিবের কাছে হলফনামা আকারে রিপোর্ট তলব করেছে।
কলকাতা: রাজ্যজুড়ে কত সন্ত্রাস, কত অশান্তি, কী কী অভিযোগ জমা পড়েছে এবং পুলিশ কী কী ব্যবস্থা নিয়েছে তার পরিপ্রেক্ষিতে। স্বরাষ্ট্রসচিবের কাছে হলফনামা আকারে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। ভোট-পরবর্তী হিংসা মামলার শুনানিতে বিশেষ বেঞ্চ গঠন করা হয়। বিশেষ বেঞ্চ গঠন করে কলকাতা হাইকোর্ট। ৫ জন বিচারপতি রয়েছেন বিশেষ বেঞ্চে। দুপুর ২টোয় এই মামলার শুনানি হয়। সেখানেই হলফনামা চেয়েছে আদালত।
আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস হাইকোর্টে মামলা দায়ের করেন। তিনি উল্লেখ করেছিলেন, ভোট পরবর্তী যে অশান্তি হচ্ছে তাতে পুলিশ কার্যত নিষ্ক্রিয়। অভিযোগ জানালেও কোনও কাজ হচ্ছে না। প্রত্যেকের নিরাপত্তা এবং যাঁরা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
এই মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ গঠিত হয়। মামলার শুনানিতে বলা হয়, আগামী সোমবার রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে রিপোর্ট জমা দিতে হবে হলফনামা আকারে। সেখানে বলবেন, রাজ্যজুড়ে কত সন্ত্রাস, কত অশান্তি, কী কী অভিযোগ জমা পড়েছে এবং পুলিশ কী কী ব্যবস্থা নিয়েছে তার পরিপ্রেক্ষিতে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এদিন আদালতে জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যে রিপোর্ট তলব করা হয়েছিল তাও জমা দেওয়া হয়েছে। আাগামী সোমবার দুপুর ২টোয় এই মামলার পরবর্তী শুনানি।
নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। কোথাও মারধর, কোথাও আবার খুনের অভিযোগ। বাড়ি ভাঙচুর। কোথাও আক্রান্ত তৃণমূল। রিসের্টে আগুন। কর্মীদের ওপর হামলা। মাকে মারধর। বাদ যাচ্ছে না কিছুই। কোথাও আক্রান্ত বিজেপি। কোথাও প্রাণ হারাচ্ছেন তৃণমূল কর্মী। ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছে।
এদিকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ সরেজমিনে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ প্রতিনিধি দল। আজ সকালে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন টিমের প্রতিনিধিরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ সদস্যের এই বিশেষ প্রতিনিধি দলের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব গোবিন্দ মোহন। গতকালই প্রতিনিধি দলের সদস্যরা মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিপির সঙ্গে বৈঠক করেছেন। এক ঘণ্টা রাজভবনে বৈঠক হয়।