এক্সপ্লোর
বিনা অনুমতিতে মিছিল, গম্ভীরের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ নির্বাচন কমিশনের
দু’টি আলাদা ভোটার পরিচয়পত্র থাকার অভিযোগে গম্ভীরের প্রার্থীপদ খারিজের দাবি জানিয়েছে আম আদমি পার্টি।

নয়াদিল্লি: পূর্ব দিল্লিতে বিনা অনুমতিতে মিছিল করায় রিটার্নিং অফিসারকে বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার পূর্ব দিল্লির জঙ্গপুরা অঞ্চলে মিছিল করেন গম্ভীর। পুলিশ সূত্রে খবর, আদর্শ আচরণবিধি ভঙ্গ করার দায়ে গম্ভীরের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। দু’টি আলাদা ভোটার পরিচয়পত্র থাকার অভিযোগে গম্ভীরের প্রার্থীপদ খারিজের দাবি জানিয়েছে আম আদমি পার্টি। পাল্টা বিজেপি-র দাবি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের স্ত্রীর দিল্লি, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে তিনটি আলাদা ভোটার পরিচয়পত্র আছে। তবে এবার নির্বাচন কমিশন এফআইআর দায়েরের নির্দেশ দেওয়ায় চাপে পড়ে গেলেন গম্ভীর।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















