Jhargram: ঝাড়গ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতিকে 'ঘাড়ধাক্কা' দিয়ে বের করে দিল কুড়মি সমাজ
Jhargram News: প্রতিবাদে তৃণমূলের রাধানগর অঞ্চল সভাপতিকে প্রায় ২ ঘণ্টা আটকে বিক্ষোভ। পুলিশের হস্তক্ষেপে ঘেরাওমুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি।
ঝাড়গ্রাম: তৃণমূল নেতার (TMC) 'দাদাগিরি', ধাক্কা দিয়ে বের করে দিল কুড়মি সমাজ (Kurmi Samaj)। ঘটনা ঝাড়গ্রামের। তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিল কুড়মি সমাজের লোকেরা।
কুড়মিদের ক্ষোভের মুখে তৃণমূল নেতা
কুড়মি পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগানোর অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে। প্রতিবাদে তৃণমূলের রাধানগর অঞ্চল সভাপতিকে প্রায় ২ ঘণ্টা আটকে বিক্ষোভ। পুলিশের হস্তক্ষেপে ঘেরাওমুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি।
দফায় দফায় বিক্ষোভ, আন্দোলন চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে (Panchayat Elections 2023)। পঞ্চায়েতে 'নো ভোট টু টিএমসি'র ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। ধৃত নেতাদের মুক্তি না দিলে, এবং কুড়মি সমাজের দাবি না মানলে তৃণমূলকে ভোট দেওয়া হবে না। সাফ জানাল কুড়মি সমাজের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। পাশাপাশি নিজেদের প্রার্থী দাঁড় করানোর ভাবনাচিন্তাও করছেন কুড়মিরা (Kurmi Agitations)।
সেই থেকেই চলছে অশান্তি। আগামী ৮ জুলাই হতে চলেছে পঞ্চায়েতের মেগা ফাইট। তৃণমূল-বিজেপি-সিপিএম-কংগ্রেসের মধ্যেই গ্রাম বাংলার হাইভোল্টেজ ভোট-যুদ্ধের কথা থাকলেও, ভোটের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে নাটকীয় মোড়। জঙ্গলমহলে পঞ্চায়েত ভোটের লড়াইয়ে নামতে দেখা যেতে পারে আন্দোলনরত কুড়মি সমাজকে। এমনটাই ইঙ্গিত দিয়ে 'নো ভোট টু টিএমসি'র ডাক দিয়েছে কুড়মি সমাজের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক মাহাতো বলেন, "আমরা এবার পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে প্রার্থী দেব। এর মধ্যে ধৃত নেতাদের মুক্তি দেওয়া না হলে, আর সিআরআই জাস্টিফিকেশন কমেন্টস না পাঠালে, অবিলম্বে আমরা প্রার্থী দেব।"
অন্যদিকে, মনোনয়নের পঞ্চম দিনেও উত্তপ্ত রাজ্যের একাধিক এলাকা। উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। মনোনয়ন জমা দিতে বেরিয়ে দুষ্কৃতী হামলার আশঙ্কায় রাস্তা অবরোধ তৃণমূলের। আর তা নিয়ে চড়ছে পারদ। মনোনয়ন ঘিরে ফের অশান্ত মিনাখাঁ। বিডিও অফিসের সামনেই বাধে তুলকালাম। লাঠি উঁচিয়ে তৃণমূলের জমায়েত সরিয়ে দিল পুলিশ। মনোনয়ন জমা দেওয়ার সময় হামলার অভিযোগ মিনাখাঁয়। আদালতের দ্বারস্থ সিপিএম, অন্তত তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেনি বলে অভিযোগ।
আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?
অন্যদিকে মনোনয়ন জমা দিতে না পারা ন্যাজাটের বিজেপি প্রার্থীদের নিয়ে বাসে করে কমিশনে পৌঁছন সুকান্ত মজুমদার। তার আগেই সেখানে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial