Indian Navy Recruitment: ভারতীয় নৌ-সেনাতে কাজের সুযোগ, ৫ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন
২০২২ সালে জুন থেকে শুরু হচ্ছে এই শর্ট সার্ভিস কমিশন কোর্স। ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি Indian Naval Academy (INA)কেরলে Kerala আগামী বছর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।
নয়াদিল্লি: ভারতীয় নৌ-সেনায় (Indian Navy) শর্ট সার্ভিস কমিশনে Short Service Commission (SSC) নিয়োগ শুরু হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা ইন্ডিয়ান নেভির অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ৫ অক্টোবরের মধ্যে সাইটে আবেদন করতে হবে।
দেশের জন্য কিছু করতে চান ? এবার আপনাকে সেই সুযোগ দিচ্ছে ভারতীয় নৌ-সেনা (Indian Navy)। ২০২২ সালে জুন থেকে শুরু হচ্ছে এই শর্ট সার্ভিস কমিশন কোর্স। ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি Indian Naval Academy (INA)কেরলে Kerala আগামী বছর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। তার আগে আবেদন পর্ব সম্পূর্ণ করতে হবে চাকরিপ্রার্থীকে।
Service Commission (SSC) কোর্স শুরু হচ্ছে ২০২২ সালের জুন থেকে
ব্রাঞ্চ ও ক্যাডার অনুসারে পদ খালি
– জেনারেল সার্ভিস/ হাইড্রো ক্যাডার: ৪৫টি পদ
– এয়ার ট্রাফিক কন্ট্রোলার : ০৪টি পদ
– অবজারভার: ০৮টি পদ
– পাইলট: ১৫টি পদ
– লিজিস্টিকস: ১৮টি পদ
– এডুকেশন: ১৮টি পদ
– টেকনিক্যাল ব্রাঞ্চ: ৭৩টি পদ
শিক্ষাগত যোগ্যতা
নির্দিষ্ট পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর B.E/ B.Tech/ B.Sc /MCA/ M.Sc /MBA ডিগ্রি থাকতে হবে। এই বিষয়ে বিশদে জানতে ইন্ডিয়ান নেভির অফিশিয়াল সাইট https://www.joinindiannavy.gov.in-এ যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীকে।
কীভাবে আবেদন করবেন ?
ভারতীয় নৌ-সেনায় (Indian Navy) শর্ট সার্ভিস কমশিনে Short Service Commission (SSC)আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে প্রথমে ইন্ডিয়ান নেভির অফিশিয়াল সাইট https://www.joinindiannavy.gov.in-এ যোগাযোগ করতে হবে। ২১ সেপ্টেম্বর থেকে আবেদনপত্র জমা নিচ্ছে কর্তৃপক্ষ। এই আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ অক্টোবর। একবার আবেদনপত্র জমা হয়ে গেলে নিজের কাছে প্রামাণ্য নথি হিসাবে তার প্রিন্ট আউট রাখুন।
Official website of Indian Navy — https://www.joinindiannavy.gov.in
আরও পড়ুন : UPSC ESE 2022 Notification: ২৪৭টি পদে হবে নিয়োগ, ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল UPSC
আরও পড়ুন : India Post Recruitment 2021: Post Office-এ স্পোর্টস কোটায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ
আরও পড়ুন : Railway Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে রেল, ১০ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন