Locket Chatterjee Assets: একদা সতীর্থ, অধুনা প্রতিদ্বন্দীর থেকে পিছিয়ে, আয়ের নিরিখে এগিয়ে স্বামীর থেকে, সম্পত্তির হিসেব দিলেন লকেট
Lok Sabha Elections 2024: নির্বাচন কমিশনের কাছে সম্পত্তির হলফনামা জমা দিলেন লকেট।
কলকাতা: অভিনয় জীবন এখন কার্যতই অতীতের অধ্যায়। রাজনীতিই এখন তাঁর সর্বক্ষণের পেশা। তৃণমূলের হাত ধরে রাজনীতিতে যাত্রা শুরু হলেও, ২০১৫ সাল থেকে তিনি বিজেপি-তে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হুগলি থেকে জয়ী হন লকেট। এবারও তাঁকে সেখানেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। সেখানে আবার লকেটের একদা সতীর্থ রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। আগামী ২০ মে, পঞ্চম দফায় হুগলিতে ভোটগ্রহণ, তার আগে নির্বাচন কমিশনের কাছে সম্পত্তির হলফনামা জমা দিলেন লকেট। (Locket Chatterjee Assets)
নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে লকেট জানিয়েছেন, ২০১৮-’১৯ সালে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৮৬ হাজার ৬৫৪ টাকা। ২০১৯-’২০ সালে ৩ লক্ষ ২৮ হাজার ৬৬০, ২০২০-’২১ সালে ৭ লক্ষ ১৬ হাজার ৮৩০, ২০২১-’২২ সালে ৬ লক্ষ ৬৭ হাজার ৭৬০ টাকা এবং ২০২২-২৩ সালে ১১ লক্ষ ৯৭ হাজার ৮০৯ টাকা আয় করেন লকেট।(Lok Sabha Elections 2024)
ওই পাঁচ বছরে লকেটের স্বামী প্রসেনজিৎ ভট্টাচার্যের আয় ছিল যথাক্রমে, ১৭ লক্ষ ৬৪ হাজার ৩৩১, ১৩ লক্ষ ৯৮ হাজার ৫০, ১০ লক্ষ ৬৩০, ৮ লক্ষ ২৫ হাজার ৯২০ এবং ১ লক্ষ ৩৩ হাজার ১৭১ টাকা। তাঁদের উপর নির্ভরশীল ছেলে প্রেম ভট্টাচার্য ২০২১-’২২ সালে ৪ লক্ষ ২০ হাজার ১০০, ২০২২-’২৩ সালে ৪ লক্ষ ৩৪ হাজার ৫৫০ টাকা আয় করেন।
লকেট জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে মোট ২২টি অপরাধ মামলায় দায়ের হয়েছে। মামলা হয়েছে, ইচ্ছাকৃত ভাবে শান্তি ও শৃঙ্খলাভঙ্গ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, ভুয়ো তথ্য, প্রতারণা, দাঙ্গা, প্ররোচনামূলক মন্তব্য, অস্ত্রহাতে সমাবেশ, সরকারি আধিকারিকের নির্দেশ অমান্য, সরকারি আধিকারিককে কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট, অপরাধমূলক ভীতি প্রদর্শন, খুনের চেষ্টা ধারায়।
এই মুহূর্তে লকেটের হাতে নগদ রয়েছে ৪৫ হাজার ৮০০ টাকা। স্বামীর হাতে নগদ ২২ হাজার ১০০ টাকা রয়েছে। নির্ভরশীল সন্তানের হাতে রয়েছে ১১ হাজার টাকা। SBI-তে ৩৪ লক্ষ ৭৪ হাজার ৩২৫ এবং ৩৪ লক্ষ ৪৭৪ হাজার ৩২৫ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে লকেটের। অ্যাক্সিস ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে ২০ লক্ষ টাকার। অ্যাক্সিস ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে রয়েছে ৬ লক্ষ ২০ হাজার ৮৫৪ টাকা। আর একটি SBI অ্যাকাউন্টে ৪ লক্ষ ১২ হাজার ৭০৯ টাকা রয়েছে। ICICI ব্যাঙ্কে প্রসেনজিতের রয়েছে ১৪ হাজার ৫৩২ টাকা, অ্যাক্সিস ব্যাঙ্কে রয়েছে ১১ হাজার ৫৪৫ টাকা। অ্যাক্সিস ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে ১ লক্ষ ৬৫ হাজার টাকার। ৪ লক্ষ ৭৭ হাজার ১৫৭ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে ICICI ব্যাঙ্কে। ছেলে প্রেমের SBI অ্যাকাউন্টে ৮৭ হাজার ৮৫ এবং অ্যাক্সিস ব্যাঙ্কে ৩ লক্ষ ১৪ হাজার ৫৪৯ টাকা রয়েছে।
- স্থাবর-১ কোটি ৬৪ লক্ষ ৪১ হাজার ৬৬৩ টাকা।
- অস্থাবর-২ কোটি ৪৯ লক্ষ ৪৫ হাজার ৮০০ টাকা।
- ঋণ-নেই
লকেটের স্বামীর সম্পত্তি
- স্থাবর-৫৩ লক্ষ টাকা
- অস্থাবর-১ কোটি ৩৫ লক্ষ ২২ হাজার ৮৪২ টাকা।
- ঋণ-নেই
লকেটের ছেলের সম্পত্তি
- অস্থাবর-৪ লক্ষ ১২ হাজার ৬৩৪ টাকা
লকেটের ১৩ লক্ষ ৪০ হাজার ৮০০ টাকার PPF রয়েছে। মিউচুয়াল ফান্ডে স্বামী বিনিয়োগ করেছেন ৯৪ লক্ষ ১২ হাজার ৩০৮ টাকা। তাঁর PPF রয়েছে ৩৩ লক্ষ টাকার। পোস্ট অফিসে প্রসেনজিতের ১২ হাজার টাকা রয়েছে।
লকেটের একটি Toyota Fortuner গাড়ি রয়েছে, যার দাম ১২ লক্ষ টাকা। স্বামীর রয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকার মারুতি সুজুকি সুইফ্ট। লকেটের সোনা রয়েছে ৩৮ লক্ষ ৫০ হাজার টাকার। সবমিলিয়ে লকেটের অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৬৪ লক্ষ ৪১ হাজার ৬৬৩.৯৭ টাকার। স্বামীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৩৫ লক্ষ ৩৪ হাজার ৮৪২.৮৫ টাকার, ৪ লক্ষ ১২ হাজার ৬৩৪.৭৯ টাকার অস্থাবর সম্পত্তি ছেলের।
সোনারপুরে ১০৭৬ এবং ১৮৪০ স্কোয়্যার ফুটের দু’টি ফ্ল্যাট রয়েছে লকেটের। স্বামীর রয়েছে ৭২৫ স্কোয়্যার ফুটের একটি ফ্ল্যাট। ২০০৬ সালে ফ্ল্যাটগুলি কেনেন তাঁরা, যেগুলির বর্তমান বাজারমূল্য যথাক্রমে ৩৫ লক্ষ, ৫৪ লক্ষ এবং ৫৩ লক্ষ টাকা। জমির উপর নির্মাণকার্যে ১ কোটি ৬০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন লকেট। সবমিলিয়ে লকেটের স্থাবর সম্পত্তি রয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৪৫ হাজার ৮০০ টাকার, স্বামীর ৫৩ লক্ষ টাকার। নিজেকে পেশায় অভিনেত্রী এবং স্বামীকে চাকুরিজীবী বলে উল্লেখ করেছেন লকেট।
আরও পড়ুন: Arjun-Partha Assets: প্রায় ১০০ মামলা অর্জুনের বিরুদ্ধে, ঋণ ১ কোটির, সম্পত্তির হিসেব দিলেন পার্থও