এক্সপ্লোর
Advertisement
দেখুন:‘কিছু হবে না, ঠিকই আছে’, সাপ হাতে তুলে বললেন প্রিয়ঙ্কা
প্রিয়ঙ্কার প্রচার কভার করতে আসা চিত্রসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ল এই বিরল দৃশ্য। বেলাভেলা গ্রামে যাওয়ার পথে প্রিয়ঙ্কা থামলেন কুচারিয়া গ্রামে। সেখানকার সাপুড়েদের সঙ্গে কথা বলতে বলতেই নিজের হাতে তুলে নিলেন সাপ। ভয়ের একেবারে লেশমাত্র ছিল না তাঁর আচরণে।
রায়বরেলি: লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী ভডরা। এরইমধ্যে মা সনিয়া গাঁধীর কেন্দ্র রায়বরেলিতে একটু অন্যরকমভাবে জনসংযোগের কাজ সারলেন তিনি। একেবারে হাল্কা মেজাজে। বৃহস্পতিবার সাপুড়েদের সঙ্গে কথা বলার সময় একেবারে সাবলীলভাবে হাতে সাপ তুলে নিয়ে বললেন, ঠিকই আছে তো।
প্রিয়ঙ্কার প্রচার কভার করতে আসা চিত্রসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ল এই বিরল দৃশ্য। বেলাভেলা গ্রামে যাওয়ার পথে প্রিয়ঙ্কা থামলেন কুচারিয়া গ্রামে। সেখানকার সাপুড়েদের সঙ্গে কথা বলতে বলতেই নিজের হাতে তুলে নিলেন সাপ। ভয়ের একেবারে লেশমাত্র ছিল না তাঁর আচরণে। হাতে তুলে নেওয়া বটেই, সাপ নিয়ে খেলতেও দেখা গেল তাঁকে। কংগ্রেস নেত্রীকে ঘিরে থাকা ভিড় তারিয়ে তারিয়ে উপভোগ করল দৃশ্যটা। এরইমধ্যে একজন তাঁকে এই বিপজ্জনক সরীসৃপ সম্পর্কে সতর্ক করলে প্রিয়ঙ্কা বলেন, কিছু হবে না, ঠিকই আছে তো।
এভাবেই তিনি গ্রামের অন্যান্য বাসিন্দা ও সাপুড়েদের সুবিধা-অসুবিধার কথা শোনেন। গ্রামের বাসিন্দাদের কাছে এই সংসদীয় কেন্দ্রের উন্নয়নে সনিয়া গাঁধীর ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। বিজেপিকে কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী উল্লেখ করে প্রিয়ঙ্কা বলেন, দুটি দলের আদর্শে জমিন-আসমান ফারাক রয়েছে। রায়বরেলিতে সনিয়ার সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপির দীনেশ প্রতাপ সিংহর। তিনি সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এসপি-বিএসপি-আরএলডি জোট ইউপিএ চেয়ারপার্সনের বিরুদ্ধে প্রার্থী দেয়নি। আগামী সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় রায়বরেলিতে ভোট গ্রহণ করা হবে।#WATCH Priyanka Gandhi Vadra, Congress General Secretary for Uttar Pradesh (East) meets snake charmers in Raebareli, holds snakes in hands. pic.twitter.com/uTY0R2BtEP
— ANI UP (@ANINewsUP) May 2, 2019
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement