Mathurapur Lok Sabha Constituency: সংসারের সব খবর নখদর্পণে, এবার বাড়িতে বসেই ভোট ১০৯ বছরের প্রমীলার
Kakdwip Area: কাকদ্বীপের সূর্যনগর পঞ্চায়েতের বাজারবেড়িয়ার বাসিন্দা প্রমীলা। চার ছেলে, বউমা, নাতি-নাতনি নিয়ে ভরা সংসার তাঁর।
গৌতম মণ্ডল, মথুরাপুর : প্রমীলা হালদার। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপের বাসিন্দা। তথ্য অনুযায়ী, ১০৯ বছরের প্রমীলাই কাকদ্বীপ ব্লকের সবচেয়ে প্রবীণ ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন ।
পঞ্চায়েত থেকে লোকসভা, প্রতিটি ভোটে তিনি অংশ নেন। তবে এবার বুথে গিয়ে ভোট দেবেন না। বাড়িতে ভোট নেওয়ার জন্য ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে প্রমীলার পরিবার। ইতিমধ্যে প্রশাসন সেই আবেদন মঞ্জুরও করেছে। এই ব্লকে ১০০ প্রবীণ ভোটার আছে বলে চিহ্নিত হয়েছে। প্রত্যেকের বাড়িতে গিয়ে ভোট নেবেন ভোট কর্মীরা।
কাকদ্বীপের সূর্যনগর পঞ্চায়েতের বাজারবেড়িয়ার বাসিন্দা প্রমীলা। চার ছেলে, বউমা, নাতি-নাতনি নিয়ে ভরা সংসার তাঁর। বয়সের কারণে হাঁটাচলা করতে পারেন না তিনি। তবে সংসারের সব খবর রাখেন বৃদ্ধা। অন্যবার বুথে গিয়ে ভোট দিলেও এবার তিনি বাড়িতেই ভোট দেবেন। তাঁর পরিবারের পক্ষ থেকে সেই আবেদন জানানো হয়েছিল। ইতিমধ্যে সেই আবেদন মঞ্জুর হয়েছে। মথুরাপুর কেন্দ্রে ভোট ১ জুন। ভোটগ্রহণের সপ্তাহখানেক আগে নির্বাচন কমিশন বিশেষ এই ভোটের ব্যবস্থা করেছে।
মথুরাপুর কেন্দ্রের বর্তমান হালহকিকত-
এদিকে ভোটের আগে রাজনৈতিক পারদ চড়ছে মথুরাপুর লোকসভা কেন্দ্র। আর্থিক তছরুপে জড়িত মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। কেন্দ্র থেকে আসা টাকা আত্মসাৎ করেছেন তিনি। ভোটের আগে ঠিক এই অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি।
বিজেপি, সিপিএম ও নির্দল মিলে বোর্ড গঠন করেছে দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে। প্রধান হয়েছেন বিজেপির, উপপ্রধান সিপিএমের। ভোটের আগে এবার বিস্ফোরক অভিযোগ করলেন, সেই পঞ্চায়েতের প্রধান। তাঁর দাবি, ২০১৮-২০২৩ সাল পর্যন্ত মথুরাপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে। প্রধান ছিলেন বাপি হালদারের স্ত্রী শিলি হালদার। বাপি ছিলেন পঞ্চায়েত সদস্য। সেই সময় রাস্তা ও নর্দমা তৈরির জন্য কেন্দ্রের বরাদ্দ টাকা তছরুপ করেন তাঁরা। একই কাজ দেখিয়ে বার বার টাকা তোলেন।
অভিযোগকারীদের দাবি, সম্প্রতি কেন্দ্র সরকারের ওয়েবসাইটে দেওয়া তথ্য় অনুযায়ী রাস্তা ও নর্দমা তৈরির জন্য বরাদ্দ টাকার রেকর্ড দেখেই সন্দেহ হয়। এরপরই আরটিআই করে জানা যায় গোটা বিষয়।
বিজেপির দাবি, প্রশাসনের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কাজ হয়নি। তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
যদিও তৃণমূল প্রার্থী বাপি হালদার বলছেন, নির্বাচনের আগে আমাকে কালিমালিপ্ত কারার চেষ্টা চলছে। আইন আইনের পথে চলবে।
অন্য়দিকে সংবাদমাধ্য়মের সামনে কোনও প্রতিক্রিয়া দেয়নি প্রাক্তন প্রধান শিলি হালদার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।