Lok Sabha Poll 2024: ভোট দেওয়া আটকাতে দলীয় কর্মীদের 'খুনের হুমকি', থানায় অভিযোগ দায়ের BJP প্রার্থী অসীমের
Bardhama TMC Murder Threats BJP: ভোট দেওয়া আটকাতে ধারাল অস্ত্র দেখিয়ে বিজেপি কর্মীদের খুনের হুমকি, অভিযোগের আঙুল কার দিকে ?
![Lok Sabha Poll 2024: ভোট দেওয়া আটকাতে দলীয় কর্মীদের 'খুনের হুমকি', থানায় অভিযোগ দায়ের BJP প্রার্থী অসীমের Lok Sabha Election 2024 Bardhaman East BJP Candidate Ashim Sarkar s allegation agaisnt TMC due to Murder threats to BJP worker to stop voting Lok Sabha Poll 2024: ভোট দেওয়া আটকাতে দলীয় কর্মীদের 'খুনের হুমকি', থানায় অভিযোগ দায়ের BJP প্রার্থী অসীমের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/13/67c84217949bdf82d0db7785af634a271715566832425484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বর্ধমান: ভোট দেওয়া আটকাতে ধারাল অস্ত্র দেখিয়ে বিজেপি কর্মীদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (TMC)। ঘটনাটি ঘটেছে বর্ধমান-পূর্ব লোকসভার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার নাদনঘাটের নিচু চাপাহাটি এলাকায়।
ভোট দেওয়া আটকাতে BJP কর্মীদের 'খুনের হুমকি'
কর্মীদের নিয়ে রাত সাড়ে ১১টা নাগাদ নাদনঘাট থানায় অভিযোগ জানাতে যান বর্ধমান-পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের দাবি, বিজেপিই উস্কানিমূলক মন্তব্য করে উত্তেজনা ছড়াচ্ছে। তৃণমূলের তরফেও পতাকা ছেঁড়ার পাল্টা অভিযোগ দায়ের হয়েছে।
ভোটের আগের রাতে 'খুন'
অপরদিকে, বোলপুর লোকসভা কেন্দ্রের কেতুগ্রামে ভোটের আগের রাতে খুন হয়েছেন তৃণমূল কর্মী। ভোটের কাজ সেরে বাড়ি ফেরার পথে মিন্টু শেখকে বোমা-গুলি ছুড়ে খুনের অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতী আন্দাই শেখের হাতে খুন মিন্টু। নিহতের পরিবার খুনের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে। খুনের অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। রাতে তৃৃণমূল কর্মীর দেহ উদ্ধারে গেলে পুলিশকে বাধার মুখে পড়তে হয়। পুলিশের খাতায় নাম রয়েছে নিহত তৃণমূল কর্মীর। অভিযুক্তের বিরুদ্ধেও খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা রয়েছে। পুরনো শত্রুতার জেরেই খুন বলে পুলিশের দাবি।
কড়া নিরাপত্তা ভোট কেন্দ্রগুলিতে
উল্লেখ্য, ৮টি লোকসভা আসনে ভোট হচ্ছে, তার মধ্যে রয়েছে বর্ধমান-দুর্গাপুর, আসানসোলের মতো শিল্পাঞ্চল। ভোট হচ্ছে বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রেও। দুটি জেলার ৩টি লোকসভা কেন্দ্রে ভোটের জন্য মোতায়েন থাকছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুত থাকছে QRT। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব বর্ধমানের ভাতার, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, গলসি এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম, এই ৭টি বিধানসভা। মোট বুথ ২ হাজার ৩৯। মোট ভোটার ১৮ লক্ষ ৫৩ হাজার ৩৩৬। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জন্য ৫টি DCRC তৈরি করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় মোতায়েন থাকছে ১৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৮ হাজারের বেশি রাজ্য পুুলিশ। চতুর্থ দফা ভোটে থাকছে ৩৩ হাজার ৪৭১ জন রাজ্য পুলিশ। রাজ্যে এই মুহূর্তে ৫৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকলেও, এই দফায় ব্যবহার করা হবে ৫৭৮ কোম্পানি বাহিনী।
আরও পড়ুন, ভোটগ্রহণ শুরু, চতুর্থ দফার সকালেই লম্বা লাইন ভোটারদের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)