Lok Sabha Election 2024: ভোটের মুখে TMC-ISF সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়, বোমাবাজিতে আহত একাধিক, আশঙ্কাজনক ২
Bhangar TMC ISF Clash Bomb Blast: ভোটের মুখে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়..
দক্ষিণ ২৪ পরগনা: রাত পেরোলেই ডায়মন্ডহারবার কেন্দ্রে ভোট। ঠিক তার আগেই, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড় (TMC-ISF Inner Clash)। গতকাল রাতে ভোগালি এলাকায় পরপর দুটি বোমা পড়ে। পুলিশ সূত্রে খবর, বোমাবাজিতে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।
আইএসএফ-এর অভিযোগ, গতকাল রাতে বাড়ি বাড়ি গিয়ে দলের কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছিলেন তৃণমূলের কর্মীরা।লালবাজারে সেই অভিযোগ জানানোর পরই, তাঁদের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ তোলে তৃণমূল।সপ্তম দফায় শনিবার ভাঙড়ে ভোট। তার আগে ভাঙড়ের বাতাসে বারুদের গন্ধ। বোমাবাজিতে আহত ৫। গুরুতর জখম অবস্থায় এসএসকেএমে ভর্তি ১ তৃণমূল নেতা ও ১ তৃণমূল কর্মী। আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে আইএসএফ।
ফের অশান্ত ভোটের ভাঙড়। রাতের অন্ধকারে বোমাবাজি,সংঘর্ষ,এমনকি উঠল গুলি চলার অভিযোগও। বোমাবাজিতে জখম হলেন একাধিক জন। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। ভাঙড়ের ভোগালি ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বানিয়ারা গ্রাম। শনিবার শেষ দফার লোকসভা ভোটে ভোটগ্রহণ হবে এখানেও। কেন্দ্রটি পড়ছে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। তার আগে, বৃহস্পতিবার রাতে বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। তৃণমূলের অভিযোগ, শেষ প্রচারের দিন একটি সভা শেষে গ্রামে ফিরছিলেন তাঁদের কর্মীরা। সেই সময়ই বোমা ছোঁড়ে ISF। এক তৃণমূল কর্মী বলেন ,কে বাচ্চা আছে, কে মহিলা আছে, আমরা যাচ্ছিলাম দেখলাম মহিলারাও ছিল। পরপর বোম, চারখানা বোম মারল। বোম মারার পর লাইট মেরে দেখছি মেশিন, হাতে বড় বড় হেঁসো, বড় বড় সব দা। ৪ টে ছেলে আমাদের, ১২ জন আহত হয়েছে, তার মধ্যে ৪ জন সবথেকে বেশি গুরুতর আহত হয়েছে। কারা এই আক্রমণটা চালিয়েছে ? প্রশ্নের উত্তরে তৃণমূল কর্মী জানিয়েছেন, ISF-রা।।
বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হয় শেখ মোয়াজ্জেম ও শেখ নাসিরউদ্দিন নামে ২ জন আইএসএফ কর্মীকে। যদিও তৃণমূলের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেছেন ধৃত আইএসএফ কর্মীর স্ত্রী। তিনি বলেন, 'তৃণমূল কংগ্রেসের লোকজন সন্ধে থেকে প্রচুর বোমা নিয়ে অস্ত্র নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। সওকত মোল্লার নেতৃত্বে এসব করছে। লুঙ্গির মধ্যে রাখা বোমা থেকে বিস্ফোরণ ঘটেছে। ' বৃহস্পতিবার রাতে বোমাবাজিতে আহত ৪ জনকে নিয়ে আসা হয় এসএসকেএমে।
আহত তৃণমূল কর্মীর আত্মীয় বলেন, 'আসলে আমার কাকুকে মারার টার্গেট। আমার কাকুকে মেরে দিলে ওরা ভোটটা আরামসে করতে পারবে। এটাই। ওরা অঞ্চলটা পুরো নিতে চাইছে। আইএসএফের হার্মাদ বাহিনী। আইএসএফের হার্মাদ বাহিনী মেরেছে।' এসএসকেএমে ভর্তি রয়েছেন ভোগালি ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের সদস্য রফিক খান ও তৃণমূল কর্মী হাবিবুর রহমান। আহত তৃণমূল কর্মীদের এসএসকেএমে আনা হলে, বৃহস্পতিবার রাতেই তাঁদেরকে দেখতে যান অরূপ বিশ্বাস ও সায়নী ঘোষ।
আরও পড়ুন, ১০ জেলায় তুমুল হবে বৃষ্টি, ভোটের দিন কি প্রবল দুর্যোগ ৯ কেন্দ্রেই?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।