Lok Sabha Polls 2024: ভোটের আগে ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল কমিশন
EC Remove Rajiv Kumar: ভোটের আগে ডিজিপি-র পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজীব কুমারকে..
কলকাতা: রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে (Rajiv Kumar) সরিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। ভোটের আগে ডিজিপি-র পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজীব কুমারকে। আদর্শ আচরণ বিধি চালুর পরই পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের।পাশাপাশি গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার সহ ৬ রাজ্যের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণ করা হয়েছে।
ভোটের আগে ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল কমিশন
গত ডিসেম্বরে রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয় রাজীব কুমারকে। ৩ মাসের মধ্যেই ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন ।লোকসভা ভোটে যে কোনও উপায়ে রাজ্যে অশান্তি রুখতে তৎপর নির্বাচন কমিশন। অশান্তির ঘটনা ঘটলে তার দায়ভার রাজ্য প্রশাসনের ওপরেই বর্তাবে বলে আগেই জানিয়েছিল মুখ্য নির্বাচন কমিশনার। চলতি মাসের শুরুতেই এই নিয়ে, নবান্নে বৈঠকে ডিজিকে সরাসরি বার্তাও দেওয়া হয়েছিল বলে, খবর সূত্রের।
কমিশনের হাতিয়ার 'ক্রিমিনাল কেস'
অন্যদিকে, ছাপ্পা ভোট রুখতে, এবার কমিশনের হাতিয়ার 'ক্রিমিনাল কেস'। আসন্ন লোকসভা ভোটে যেকোনও উপায়ে বাংলায় হিংসা রুখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আর সেই লক্ষ্যেই, মার্চের শুরুতেই মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠকেও বসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
অতীতে রক্তক্ষয়ী নির্বাচন দেখেছে বাংলা
উল্লেখ্য, ২০২১ এর বিধানসভা নির্বাচনই হোক বা ২০২৩ এর পঞ্চায়েত ভোট, রক্তক্ষয়ী নির্বাচন দেখেছে বাংলা। যা থেকে রেহাই পাননি সাধারণ ভোটারও। এবার, লোকসভা ভোটে তার পুনরাবৃত্তি রুখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আর তার প্রধান দায়িত্ব পুলিশের কাঁধেই চাপায় কমিশন।
মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছিলেন,'প্রশাসনকে অত্যন্ত স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, আপনাদের নিচে যা হায়ারার্কি আছে, সে SHO হোক, পুলিশ হোক, রেভিনিউর কেউ হোক, এটা জেলাশাসক ও SP-দের দায়িত্ব তাঁদের কন্ট্রোল করার। তাঁদেরকে কাজের পরিধি বুঝিয়ে দেওয়ার। যদি তাঁরা করেন ঠিক আছে, আর যদি না করেন তাহলে তাঁদেরকে দিয়ে করানো হবে এবং তাঁদেরকে দায়ি করা হবে।'
আরও পড়ুন, মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেনরিচের আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)