Suvendu Adhikari : আগামী সপ্তাহের শুরুতে এমন বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে : শুভেন্দু
Suvendu Warns TMC: ডেডলাইনের পর শুভেন্দু অধিকারীর মুখে এবার 'বিস্ফোরণ' হুঁশিয়ারি..
মালদা: ডেডলাইনের পর শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে এবার 'বিস্ফোরণ' হুঁশিয়ারি। রতুয়ার সভা থেকে এদিন শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন,'আগামী সপ্তাহের শুরুতে এমন বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। তৃণমূল কূলকিনারা পাবে না, এমন অবস্থা হতে চলেছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী (PM Modi) বলে গেছেন, তৃণমূলের অর্ধেক চোরদের জেলে ভরেছেন। বাকি অর্ধেককে তৃতীয়বার ক্ষমতায় আসার পর জেলে ঢোকাবেন', মন্তব্য বিরোধী দলনেতার।
মূলত এদিন শুভেন্দু অধিকারী বলেন, কাল রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলব না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে, এমন একটা বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। সোমবার SSC-র নিয়োগ দুর্নীতির মামলার রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট। দুর্নীতির মাথাদের নাম কি সামনে আসবে? এবার বিচার পাবেন আন্দোলনকারী যোগ্য চাকরিপ্রার্থীরা? তা নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন তৃণমূলকে আক্রমণ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, 'নিশ্চিন্ত থাকুন। তৃণমূল কূলকিনারা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে।'
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,'আমাদের এত ভয় দেখিয়েছে, ধমকেছে, চমকেছে, ED-CBI, ঘর-পরিবার-মা-বাচ্চা-বিবি কাউকে ছাড়েনি। তারপরও আজ মাথা উঁচু করে লড়ছি। দিল্লির কুকুর হওয়ার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচুন, মাথা উঁচু করে বাঁচুন।' কিন্তু কী হবে আগামী সপ্তাহের শুরুতে? শুভেন্দু অধিকারী বলেন, 'আমি তো রাজনৈতিক বিস্ফোরণ বলেছি। আমি তো রাজনৈতিক বিস্ফোরণের কথা বলেছি, অন্য কথা তো বলিনি।' ভোটের মুখে বিরোধী দলনেতা যখন, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছেন, তখন বাংলার কোনও দুর্নীতির প্রমাণ কেন্দ্র দেখাতে পারেনি বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন, 'আমি যাই করি, তাই মিম হয়', বলাগড়ে প্রচারে এসে মন্তব্য রচনার
শুভেন্দুর সংযোজন, 'গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদিজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে, যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি। বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাব। পশ্চিমবাংলায় তৃণমূল মানে হল চোর।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।