Mamata Banerjee: 'সর্বভারতীয় স্তরে আমরা থাকব', I.N.D.I.A জোট নিয়ে অবস্থান ব্যাখা মমতার
Lok Sabha Election 2024: গতকাল বলেছিলেন বাইরে থেকে I.N.D.I.A জোটকে সমর্থন করে সরকার গড়ার কথা। এদিন বলে দিলেন জোটে থেকেই তিনি সরকার গড়বেন।
হলদিয়া: I.N.D.I.A জোট নিয়ে নিজের অবস্থান ব্য়াখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হলদিয়ার সভা থেকে জোট নিয়ে বড়সড় মন্তব্য মমতার। আগের দিনের বয়ান বদলে নতুন ব্যাখা দিয়েছেন তিনি।
আগের দিনই মমতা বলেছিলেন, ভোটে (Lok Sabha Election 2024) জিতলে বাইরে থেকে জোটকে সমর্থন করবে তৃণমূল। কিন্তু এদিন হলদিয়ার (Mamata at Haldia) সভা থেকে তিনি বলেন, 'সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটে আমরা থাকব।' তিনি আরও বলেন, 'সর্বভারতীয় স্তরে অনেকে আমায় ভুল বুঝেছেন। আমি বলেছি বাংলায় কোনও জোট নেই। ইন্ডিয়া জোটে সরকার আমরাই গড়ব। ইন্ডিয়া (I.N.D.I.A) জোট আমি তৈরি করেছিলাম।'
গতকাল কী বলেছিলেন মমতা?
গতকাল মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, 'মোদি বলছেন ৪০০ পার, মানুষ বলছে এ বার হবে পগাঢ় পাড়। ইন্ডিয়া জোট..এখানকার বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না। দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন দিয়ে আমরা সরকার গড়ে দেব।'
মমতার এদিনের মন্তব্য নিয়ে তীব্র আক্রমণ করেছে রাজ্যের বাম ও কংগ্রেস (Pradesh Congress) নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, 'এইগুলো হচ্ছে দেওয়ালের উপর বসে থাকা। ইন্ডিয়া জোট যখন বিজেপিকে পরাস্ত করছে, তখন ইনি সুযোগ সন্ধানীর মতো ঝাঁপ মারার চেষ্টা করছেন। যে ট্রেন পটনা থেকে শুরু হয়েছিল, সেটা মাঝপথে চেন টেনে নেমে গিয়েছিলেন। এখন যখন বিজেপি হারছে সারা ভারতবর্ষে। তখন ইনি মাঝপথে ঢোকার চেষ্টা করছে। দাদাকেও খুশি করার চেষ্টা করছেন। এটাকে বলা হয় রাজনৈতিক সুবিধাবাদ।' রাহুলকে বসন্তের কোকিল বলার প্রসঙ্গ, বাংলা রাহুলের পদযাত্রার সময় জায়গা না দেওয়ার মতো ঘটনার কথা মনে করিয়ে পাল্টা মমতাকে তোপ দেগেছেন তিনি।
সিপিএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর অভিযোগ, মমতা বরাবর বিজেপিকে সাহায্য করে এসেছেন। তাঁর তোপ, 'মমতা বন্দ্যোপাধ্যায় সব ব্যাপারে আমি আমি করেন। এটা খুবই বিরক্তিকর। সবই উনি। উনি NDA তৈরি করেছিলেন,এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে উনিই তো CAA এনেছিলেন। উদ্বাস্ত মানুষকে অনুপ্রবেশকারী বলেছিলেন। এই নির্বাচনে বিজেপি হারবে। যতক্ষণ মোদি বলছিলেন ৪০০, ততক্ষণ চুপ করে বসেছিলেন উনি। যখন দেখছেন মোদি হারবে, তখন উনি সুযোগ খুঁজছেন। ওঁকে বাদ দিয়েই আমরা চলছি। উনি বিজেপিকে সাহায্য করবেন। যেখানে যেমন ধান্ধায় পোষাবে সেভাবে উনি চলছেন। ওঁর একমাত্র ক্ষমতা পশ্চিমবঙ্গে। সেখানে জাতীয় দুটি দল সিপিএম ও কংগ্রেস ওঁর সঙ্গে নেই। উনি I.N.D.I.A-তে নেই।'
রাজ্যসভার সাংসদ এবং রাজ্য বিজেপির (BJP on Opposition) মুখপাত্র শমীক ভট্টাচার্য কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীদের প্রতি। তিনি বলেন, '২০২৪ সালের ১৫ আগস্ট লালকেল্লা থেকে জাতির জন্য ভাষণ দেবেন নরেন্দ্র মোদিই। ১২-১৩ দিন পর্যন্ত নির্বাচন শেষ হতে বাকি। এখনও জোট দানা বাঁধতে পারল না। ৫০ শতাংশ আসনেই জোটের বিরুদ্ধে জোটের প্রার্থী। প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা, তৃণমূলের কাছে সরকার নিয়ন্ত্রণের চাবিই নেই। কংগ্রেস-সিপিএমকে মানুষ প্রত্যাখান করেছে। তৃণমূলকে বিসর্জন দিতে চলেছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: UPSC প্রস্তুতি নিতে ছেড়েছিলেন সরকারি চাকরি! তারপর?