Lok Sabha Election 2024: নতুন ভোটার ? ভোটের দিন খেয়াল রাখুন ৫ বিষয়ে
Lok Sabha Election 2024 Guidelines For New Voter: নতুন ভোটার হলে ভোটের দিন খেয়াল রাখুন পাঁচটি বিষয়ে।
কলকাতা: ঘোষণা হয়ে গেল লোকসভা ভোটের দিনক্ষণ। গোটা দেশে এবার সাত দফায় ভোট। বাংলাতেও সাত দফায় ভোট হবে। চলতি বছরে অনেকই প্রথমবার ভোট দিচ্ছেন। আবার ভোটের নিয়মকানুন ঠিকমতো খেয়াল নেই, এমন অনেকেই এই বছর ভোট দিতে পারেন। ভোটের আগে থেকে ভোটের দিন পর্যন্ত কী কী করতে হবে, জেনে নিন বিশদে।
কারা ভোট দিতে পারবেন ?
যাদের নাম ভোটার তালিকায় রয়েছে, একমাত্রই তারাই ভোট দিতে পারবেন। নিজের নাম তালিকায় আছে কি না যাচাই করতে নির্বাচন কমিশনের ইলেকটোরাল সার্চ সাইটে গিয়ে নিজের নাম, এলাকা দিয়ে সার্চ করে দেখে নিতে হবে।
ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে ?
নাম না থাকলে রেজিস্ট্রেশন করাতে হবে। এর জন্য অনলাইনে নির্বাচন কমিশনের নির্দিষ্ট সাইটে গিয়ে আবেদন করতে হবে। তবে এই কাজ আপনাকে ভোটের বেশ কিছু দিন আগেই সেরে ফেলতে হবে।
- সাধারণ ভোটার হলে ৬ নম্বর ফর্ম ভরে জমা দিতে হবে।
- বিদেশি ভোটার হলে ৬এ নম্বর ফর্ম ভরতে হবে।
- কোনওরকম নাম, ঠিকানা সংশোধন করতে হলে ৮ নম্বর ফর্ম ভরে জমা দিতে হবে।
ইভিএম-এ ভোট দেওয়ার পদ্ধতি
ইভিএম-এর অর্থ ইলেকট্রনিক ভোটিং মেশিন। অন্যদিকে ভিভিপ্যাটের অর্থ ভোটার ভেরিফায়েবেল পেপার অডিট ট্রেল। ইভিএম মেশিনে ভোট দিতে হবে পছন্দের প্রার্থীর চিহ্নে বোতমার টিপে। বোতাম টিপলে সঠিক জায়গায় ভোট পড়ল কি না তা দেখিয়ে দেবে ভিভিপ্যাট। ভিভিপ্যাটে একটি কাগজ উঠে আসবে। সাত সেকেন্ড সেটি দেখা যায়। সেখান থেকে প্রার্থীর তথ্য যাচাই করে নিতে হবে।
ভোট দিতে যাওয়ার জন্য প্রয়োজনীয় নথি
- ইপিআইসি অর্থাৎ ভোটার আইডি কার্ড
- পাসপোর্ট
- ড্রাইভিং লাইসেন্স
- কেন্দ্র বা রাজ্য সরকার, পাবলিক সেক্টর ইউনিট বা পাবলিক লিমিটেড সংস্থা তেকে ইস্যু করা পরিচয়পত্র।
- ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক ছবিসহ
- প্যান কার্ড
- আরজিআই-এর স্মার্ট কার্ড
- মনরেগা জব কার্ড
- আধার কার্ড
ভোট দেওয়ার প্রক্রিয়া
নতুন ভোটারদের এই প্রক্রিয়া জেনে রাখা দরকার
- ফার্স্ট পোলিং অফিসার ভোটার তালিকার নামের সঙ্গে পরিচয়পত্র মেলাবেন।
- সেকেন্ড পোলিং অফিসার আঙুলে কালি দিয়ে একটি রেজিস্টারে আপনার সই নেবেন।
- সই করা স্লিপ ও কালি দেওয়া আঙুলটি থার্ড পোলিং অফিসারকে দেখালে তিনি আপনাকে ভোটবাক্সের দিকে যাওয়ার অনুমতি দেবেন।
- নির্দিষ্ট বোতামে চাপ দিয়ে ভোট দিলে একটা বিপ শব্দ হবে। এর পর ভিভিপ্যাটে নিজের ভোট পরখ করে নিয়ে বেরিয়ে আসতে হবে।
- কাউকে ভোট দেওয়ার ইচ্ছে না থাকলে নোটাকে ভোট দেওয়া যাবে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তথ্যসূত্র - ভারতীয় নির্বাচন কমিশন
আরও পড়ুন - Lok Sabha Elections 2024: দেশের ৫৪৩ আসনে লোকসভা নির্বাচন, কোন রাজ্যে কত দফায় ভোট?