Lok Sabha Polls 2024: BJP নেতার বাড়িতে পাত পেড়ে খেলেন TMC বিধায়ক, উপহার দিলেন মমতার নাম লেখা শাড়ি
TMC Nirendranath Lunch BJP House: বিজেপি নেতার বাড়িতে খেলেন পাত পেড়ে, বিজেপি কর্মকর্তার স্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত শাড়ী উপহার দিলেন TMC বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী..
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বিজেপি নেতার বাড়িতে, পাত পেড়ে মধ্যাহ্নভোজন সারলেন তৃণমূলের জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী (Norendranath Chakraborty)। পাশাপাশি বিজেপি কর্মকর্তার স্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নামাঙ্কিত শাড়ী উপহার দিলেন তিনি।
'তৃণমূল কর্মীরা ডাকছে না, তাই বিজেপি কর্মীর বাড়িতে বিধায়ক', পাল্টা অভিযোগ বিজেপির
'তৃণমূল কর্মীরা ডাকছে না, তাই বিজেপি কর্মীর বাড়িতে বিধায়ক' পাল্টা অভিযোগ বিজেপির। অমিত শাহকে দেখে নকল করার চেষ্টা। ভোটের আবহে এক অন্য চিত্র দেখা গেল পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামে। গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী ধর্মদাস গোপ, তিনি বিধায়ককে মধ্যাহ্নভোজন করালেন। ধর্মদাস বলেন, 'বিধায়ক সবার, দলমত নির্বিশেষে তিনি আমাদের বিধায়ক। মতের অমিল থাকলেও, তার কাজে আমরা আপ্লুত। আমি একজন বিজেপি কর্মী হলেও, এইখানে কোনও রাজনৈতিক রঙ দেখছি না।'
BJP নেতার বাড়িতে পাত পেড়ে খেলেন TMC বিধায়ক, দিলেন শাড়ি উপহার
অন্যদিকে বেশ খোশমেজাজে বিধায়ক বলেন, 'বর্তমানে বিজেপি কর্মী হলেও তিনি বড় মনের পরিচয় দিয়েছেন। এবং এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।বর্তমানে তিনি বিজেপি কর্মী হলেও অতীতে কিন্তু তিনি তৃণমূলের সক্রিয় সংগঠক ছিলেন।' পাল্টা বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন,' ভোটের আবহে এরকম উপহার দেওয়া যায় না এটা বিধায়ক ঠিক করেনি। আমরা ঠিক জায়গায় অভিযোগ করব।'
লোকসভা ভোটের আগে রাজ্যের জেলায় জেলায় সৌজন্য ও সম্প্রীতির ছবি
তবে ভোটের মুখে অনেক জায়গাতেই সৌজন্য দেখা গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। সম্প্রতি ভোটের আগে আশীর্বাদ নিতে বিমান বসুর কাছে গিয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়। বলাইবাহুল্য, সেখানে বাম-বিজেপির কোনও রাজনৈতিক মতাদর্শ বাধা হয়ে দাঁড়ায়নি। বরং সৌজন্যের সাক্ষাৎ আলো ছড়িয়েছে ভোটের আগে। মালদায় রামনবমীর দিন সৌজন্য ও সম্প্রীতির ছবি দেখতে পাওয়া গিয়েছিল। সৌজন্যের ছবি দেখতে পাওয়া গিয়েছিল সেসময় উত্তর দিনাজপুরেও। উত্তরদিনাজপুরের ইসলামপুরের এগারোবারের বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে প্রণাম করে শুভেচ্ছা বিনিময় করেছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল।অপরদিকে, রামনবমীর মিছিলে অংশ নেওয়া বিজেপি প্রার্থীকে জল খাইয়েছিলেন আব্দুল করিম চৌধুরী।
আরও পড়ুন, অধীরের পাশে হুমায়ুন, TMC-র বিক্ষোভের প্রতিবাদ করে বললেন..
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।