Post Poll Violence: মধ্যরাতে ফিরছিলেন বাড়ি, বাইক দাঁড় করিয়ে TMC কর্মীর উপরে গুলিবর্ষণ মুর্শিদাবাদে..
Murshidabad TMC Worker Murder Case: লোকসভা ভোট শেষ হতে না হতেই মুর্শিদাবাদের হরিহরপাড়ায় শ্যুটআউট..
![Post Poll Violence: মধ্যরাতে ফিরছিলেন বাড়ি, বাইক দাঁড় করিয়ে TMC কর্মীর উপরে গুলিবর্ষণ মুর্শিদাবাদে.. Lok Sabha Election Result 2024 Post Poll Violence Murshidabad Constituency TMC Worker Killed by Gunshot and allegation against BJP Post Poll Violence: মধ্যরাতে ফিরছিলেন বাড়ি, বাইক দাঁড় করিয়ে TMC কর্মীর উপরে গুলিবর্ষণ মুর্শিদাবাদে..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/10/83914e758e7bae81dcfe21b67d9d979c1718016970552484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুর্শিদাবাদ: ভোটের পরেও হিংসা অব্যাহত (Post Poll Violence)। একুশের বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2021) থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) প্রায় প্রতি ভোটের পরেই বাংলার অসংখ্য মায়ের কোল শূন্য হয়েছে। ৭ মে মুর্শিদাবাদে ভোট হয়েছে। এই কেন্দ্র এবার তৃণমূলের দখলে। আর এবার লোকসভা ভোট শেষ হতে না হতেই মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে (TMC Worker Murder Case)।
গতকাল তখন মধ্যরাত, দুই সঙ্গীর সঙ্গে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন ওই তৃণমূল কর্মী। অভিযোগ, মাঠের মধ্যে বাইক দাঁড় করিয়ে তৃণমূল কর্মীকে গুলিতে ঝাঁঝরা করে দেয় কয়েকজন দুষ্কৃতী। ঘটনাস্থল থেকে মিলেছে ৩টি গুলির খোল। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল কর্মী সনাতন ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তৃণমূলের অভিযোগ খুনের নেপথ্যে বিজেপির হাত রয়েছে, অভিযোগ অস্বীকার বিজেপির।
তৃণমূলের বিজয় উৎসব থেকে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে খুন। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূলকর্মীকে বলে অভিযোগ। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় হিংসার ঘটনা ঘটল। রবিবার রাত তখন প্রায় ১২ টা। মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন, তৃণমূল কর্মী সনাতন ঘোষ। পিছনে বসে ছিলেন আরও ২ জন। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, গজনিপুর এলাকায় হঠাৎ মোটরবাইরে এসে ধাক্কা মারে একটি গাড়ি। মোটরবাইক থেকে ছিটকে মাটিতে পড়ে যান ৩ জন। এরপরই শুরু হয় এলোপাথাড়ি গুলি।২ জন পালাতে পারলেও, দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান তৃণমূল কর্মী সনাতন ঘোষ।
আরও পড়ুন, লোকসভা ভোটের ফলের জের! বীরভূমে বিজেপির পঞ্চায়েত যাচ্ছে তৃণমূলের দখলে
প্রত্য়ক্ষদর্শী ও নিহত তৃণমূল কর্মীর আত্মীয় মেঘনাদ ঘোষ বলেন,আমরা সামান্য় নেমেছি, পিছন থেকে চারচাকা গাড়িটা আমাকে ধাক্কা মেরেছে। গাড়িতে মোটামুটি ৬-৭ জন ছিল। ওরা আমাদের ফেলে দিয়ে চলে গেছে। ছ্য়াঁচড়ানো অবস্থাতে নেমে পটাপট ফায়ারিং করে। মোটামুটি ৬-৭টা হবে। সব কি ওঁকে লক্ষ্য় করেই গুলি করা হয়েছিল? সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, 'হ্য়াঁ। ও পড়ে উঠতে পারেনি। আমরাও পড়ে গেছিলাম। আমরা কোনওরকমে উঠে পালিয়েছি। ওকেই গুলি করতে লেগেছে।' গতকাল মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মানিকচকে কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন করা হয়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও পারিবারিক বিবাদ বলে দাবি করে শাসক শিবির।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)