(Source: ECI/ABP News/ABP Majha)
Loksabha Election 2024: তৃণমূলের বিক্ষোভের মুখে অর্জুন সিংহ
Arjun Singh: অর্জুন সিংহ বুথের দিকে যাওয়ার চেষ্টা করলে বচসা, হাতাহাতিও হয়।
কলকাতা: টিটাগড়ে ৪ নম্বর জলের ট্যাঙ্কের কাছে তৃণমূলের বিক্ষোভের মুখে অর্জুন সিংহ (Arjun Singh)। ছাপ্পা ভোট (Loksabha Election 2024) হচ্ছে খবর পেয়ে এসেছেন বলে দাবি বিজেপি প্রার্থীর। এলাকায় পৌঁছতেই অর্জুনকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। দেখানো হয় কালো পতাকাও। অর্জুন সিংহ বুথের দিকে যাওয়ার চেষ্টা করলে বচসা, হাতাহাতিও হয়।
এদিন ওই এলাকায় যেতেই সেখানে উপস্থিত হন ৫০ থেকে ৬০ জন তৃণমূল কর্মী। কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তাঁরা। তৃণমূল কর্মীরা রীতিমতো পথ আটকে দাঁড়িয়ে পড়েন সেখানে। সাফ জানিয়ে দেন, বুথের দিকে যেতে দেওয়া হবে না বিজেপি প্রার্থীকে। অর্জুন সিংহকে বুথের দিকে নিয়ে যাওয়ার জন্য লাঠি চার্জ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। পঞ্চম দফা ভোটের দুপুরে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। অর্জুন সিংহকে একটা জায়গা দাঁড় করিয়ে ঘিরে রাখা হয়। যাতে তাঁর উপর হামলা না চালানো হয়।
তৃণমূলের বিক্ষোভের মুখে অর্জুন সিংহ: শুধু টিটাগড়ই নয়, কাঁচরাপাড়ায় মুকুল রায়ের পাড়ায় অর্জুন সিংকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। গাড়ি থেকে নেমে তেড়ে যান ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পাল্টা তৃণমূল সমর্থক ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ অর্জুনের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর দিকে তেড়ে যান মহিলা তৃণমূল কর্মীরা। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান অর্জুন সিং। জগদ্দল বিধানসভার শ্যামনগরের কাছে কাউগাছিতে গিয়েও তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন অর্জুন সিং। বুথে ঢুকে এজেন্ট বসান ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী।
অন্যদিকে, ব্যারাকপুরের মণ্ডলপাড়ায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীর গাড়ি ভাঙচুর করা হয়। কৌস্তভকে ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। ১২২ নম্বর বুথের বাইরে জমায়েত দেখে গাড়ি থামান কৌস্তভ। তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি নেতার বচসা বেধে যায়। ধাক্কাধাক্কিও হয়। ফিরে যাওয়ার সময় কৌস্তভের গাড়ি ও তাঁর সঙ্গে থাকা আরেকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee: 'এলাকায় এলাকায় ধর্মের নামে বিজেপি করে বেড়ান' ফের কার্তিক মহারাজকে নিশানা মমতার