Loksabha Election 2024: 'আমি আমার মনের কথা বলেছি' কুণালের আক্রমণের জবাব দেবের
Dev On Kunal: বৃহস্পতিবার এবিপি আনন্দে এসে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর ব্য়ক্তিগত সম্পর্কের কথা প্রকাশ্য়েই বলেন ঘাটালের বিদায়ী তৃণমূল সাংসদ ও বর্তমান প্রার্থী দেব।
হুগলি: মিঠুন চক্রবর্তীর প্রশংসা করায় নিশানা করেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। গতকাল হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পাণ্ডুয়ায় রোড শো করেন দেব (Dev)। সেখান থেকে কুণাল ঘোষের আক্রমণের জবাব দিলেন দেব।
বৃহস্পতিবার এবিপি আনন্দে এসে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর ব্য়ক্তিগত সম্পর্কের কথা প্রকাশ্য়েই বলেন ঘাটালের বিদায়ী তৃণমূল সাংসদ ও বর্তমান প্রার্থী দেব। দেব বারবার স্পষ্ট করে দিয়েছেন, তিনি গদ্দারের মতো শব্দ ব্য়বহারের বিরোধী। একইসঙ্গে শাসক-বিরোধীদের মধ্য়ে রাজনৈতিক মতবিরোধ থাকলেও, ব্য়ক্তিগত সম্পর্ক, সৌজন্য়, এগুলো থাকাটাই কাম্য় বলেও স্পষ্ট জানান দেব।
এরপর শুক্রবার দেবের এই অবস্থান নিয়ে তীব্র আক্রমণ শানান কুণাল ঘোষ। তিনি বলেন, “আমি দেখেছি সাংসদ-অভিনেতা-নায়ক দেব একটি মন্তব্য করেছে যে মিঠুন চক্রবর্তী তাঁর বাবার মতো, আরও কিছু মন্তব্য রয়েছে। এবং আরও মন্তব্য যে গদ্দার শব্দ তিনি সমর্থন করেন না। আর দেব, তিনি অভিনেতা, তাঁদের যদি ইন্ডাস্ট্রির স্বার্থে, এই ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ করার, ব্যক্তিগত সৌজন্য, উদারতা এগুলো দেখানোর রাইট থাকে, তাহলে বাকি যাঁরা রয়েছি, তাঁরা সবাই মিলে ব্যক্তিগত সৌজন্য উদারতা আমরা আরম্ভ করে দিই সেগুলো। সেখান থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতা করে ঘুরে ঘুরে কুৎসা করছেন। আর তাঁর সঙ্গে দেবরা সিনেমার নাম করে গিয়ে গলাগলি করবেন এটা হতে পারে না কখনও। আমি এর তীব্র বিরোধিতা করছি। দেব ভাল ছেলে, কিন্তু ওঁর একার সৌজন্য। এই সৌজন্যের কপিরাইটটা দেবের নেই।’’
এবিষয়ে দেব বলেন, “আমি যেটা বলেছি, আমি কাউকে ছোট করার জন্য বা কাউকে বড় করার জন্য বলিনি, আমি আমার মনের কথা বলেছি এবং কুণালদাও তাঁর মনের কথা বলেছেন।’’ এদিকে কুণাল ঘোষ দেবের সমালোচনা করলেও, শুক্রবার দেবের হয়ে প্রচারে গিয়ে বারবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় স্পষ্ট করে দিয়েছেন, তিনি ঘাটালের তৃণমূল প্রার্থীর পাশেই আছেন। তৃণমূল নেত্রী বলেছিলেন, “ও কিন্তু এবার বলছিল, দিদি আমার না অনেক কাজ আছে, এবার আমায় ছেড়ে দাও। আমি বললাম, তোমায় ছাড়ব না। যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমরা তোমায় ছাড়ব না। সুতরাং, দেবকে দাঁড় করিয়েছি। ও শুধু আপনাদের এখানে কাজ করছে তা নয়, বাংলার অনেক কেন্দ্রে গিয়ে আমাদের হয়ে প্রচার করছে।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandeshkhali Update: বিস্ফোরক খোঁজা থেকে নিষ্ক্রিয় করতে সক্ষম, কীভাবে কাজ করে NSG ব্যবহৃত রোবট?