(Source: Poll of Polls)
Sandeshkhali Update: বিস্ফোরক খোঁজা থেকে নিষ্ক্রিয় করতে সক্ষম, কীভাবে কাজ করে NSG ব্যবহৃত রোবট?
Sandeshkhali Fire Arms Recover: NSG-র এই রোবটের পোশাকি নাম EODMU অর্থাৎ এক্সপ্লোসিভ অর্ডন্য়ান্স ডিসপোজাল মোবাইল ইউনিট। এই রোবট তৈরি করে আমেরিকা।
কলকাতা: আবার শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali)। শেখ শাহজাহানের শাগরেদের ডেরায় তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার হল। এদিন অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার অভিযানে CBI-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নেমেছিল NSG।
সন্দেশখালিতে রোবটের ব্যবহার: শুক্রবার ভোটের আবহে সন্দেশখালিতে দেখা গেল এই NSG-র রুদ্ধশ্বাস অপারেশন। বিস্ফোরক উদ্ধার করতে আনা হয় বিশেষ এই রোবট। দুর্গমতম জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার এবং তা নিষ্ক্রিয় করতে NSG-র অন্য়তম অস্ত্র এই রোবট। শুক্রবার তা-ই দেখা গেল সন্দেশখালিতে।
NSG-র এই রোবটের পোশাকি নাম EODMU অর্থাৎ এক্সপ্লোসিভ অর্ডন্য়ান্স ডিসপোজাল মোবাইল ইউনিট। এই রোবট তৈরি করে আমেরিকা। গতবছর হরিয়ানার মানেসরে জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে এই রোবট নিয়ে যৌথ মহড়া চালায় ভারত ও আমেরিকার সেনাবাহিনী। বিস্ফোরক নিষ্ক্রিয়কারী যে রোবট শুক্রবার সন্দেশখালিতে দেখা গেল EOD মূলত নিয়ন্ত্রিত হয় রিমোটের মাধ্য়মে। এর চারপাশে রয়েছে একাধিক ক্য়ামেরা। কোনও ঘরের মধ্য়ে বা বালির নীচে লুকোনো বিস্ফোরকও অনায়াসে খুঁজে বার করতে পারে এই রোবট। তারপর তাকে নিরাপদ দূরত্বে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করতেও সক্ষম। দূর থেকে কন্ট্রোল প্য়ানেলের গতিবিধি দেখতে পান নিয়ন্ত্রণকারী আধিকারিকরা। অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার আশিস দত্ত বলেন, "এই রোবটের সামনের দিকে ট্র্যাকস রয়েছে। যেগুলো সাধারণত আর্মড ভেহিকলে দেখা যায়। বুম, রিমোট কন্ট্রোল ডিভাইস আছে। যেটা AI বা অন্য কোনও মাধ্যমে কম্যান্ড দেওয়া হচ্ছে। সেই কম্যান্ড অনুযায়ী সে কাজ করছে।''
২০২০ সালের ২২ অগাস্ট দিল্লির রিং রোড এলাকা থেকে এক আইএস জঙ্গিকে গ্রেফতার করা হয়। যার কাছে IED ছিল। সেবারও বিস্ফোরক উদ্ধার করতে এই EOD রোবটের সাহায্য় নিয়েছিল এনএসজি। এবার সন্দেশখালিতে সেই রোবট নামাতে হল। মিশকালো এই রোবট যে শুধু বিস্ফোরক উদ্ধারেই কাজে লাগে, এমনটা নয়। এতে রাইফেল লাগানোরও জায়গা থাকে। যা মাধ্য়মে এটি শত্রুর ডেরায় পৌঁছে তাকে খতম করতে পারে।
সন্দেশখালিতে শেখ শাহজাহানের শাগরেদের ডেরা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। দেশি-বিদেশি পিস্তল, রিভলভার, কার্তুজ তো বটেই, তল্লাশিতে কোল্ট অফিশিয়াল পুলিশ রিভলভারও মিলেছে বলে প্রেস রিলিজে জানিয়েছে সিবিআই। শুক্রবার অস্ত্র উদ্ধার অভিযানে সন্দেশখালিতে নামানো হয় NSG-র বিশেষ রোবট। যা এর আগে ভিন রাজ্য়ের বহু রুদ্ধশ্বাস অভিযানে দেখা গেছে। ১৯৮৪-তে অমৃতসরের স্বর্ণমন্দিরে জঙ্গি নিকেশ করতে অপারেশন ব্ল্য়াক থান্ডার হোক কিংবা 26/11 মুম্বই হামলার সময় অপারেশন ব্ল্য়াক টর্নেডো। ভারতের ওপর যখনই সন্ত্রাসবাদের বিপদ নেমে এসেছে, তখনই দেশবাসীকে রক্ষা করতে, মাটি কিংবা আকাশ ফুঁড়ে হাজির হয়েছে যে বীর যোদ্ধারা, তার নাম NSG। ন্য়াশনাল সিকিওরিটি গার্ড।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: HS Result 2024: ৮ মে উচ্চ মাধ্য়মিকের ফল প্রকাশ, কখন, কীভাবে জানা যাবে রেজাল্ট?