Loksabha Election 2024: প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি উপহার! ভোটের বাংলায় নয়া বিতর্ক
Narendra Modi: বুধবারই ছিল রবীন্দ্রজয়ন্তী। সেই উপলক্ষ্য়ে বাংলায় এক্স হ্যান্ডেলে পোস্টও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কলকাতা: ব্যারাকপুরে (Barrackpore) নরেন্দ্র মোদিকে (Narendra Modi) রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উপহার দেওয়াকে কেন্দ্র করে দানা বাঁধল বিতর্ক। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে ধরেন বিজেপি বিধায়ক পবন সিং। আর তাই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল।
বুধবারই ছিল রবীন্দ্রজয়ন্তী। সেই উপলক্ষ্য়ে বাংলায় এক্স হ্যান্ডেলে পোস্টও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর রবিবার তাঁর সভাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উপহার দেওয়াকে কেন্দ্র করে দানা বাঁধল বিতর্ক। এদিন ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংহর সমর্থনে সভা ছিল নরেন্দ্র মোদির। সেখানেই তাঁর হাতে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁধানো ছবি উপহার দেওয়া হয়। কিন্তু উল্টো ছবিই প্রধানমন্ত্রীর হাতে তুলে ধরেন বিজেপি বিধায়ক পবন সিং। পরে অবশ্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টি খেয়াল করে ছবিটি সোজা করে দেন। আর এই ছবি পোস্ট করে এক্স হ্যান্ডলে তৃণমূলের তরফে লেখা হয়, ‘এরা নাকি বাংলার হৃদয়ে জায়গা করতে চায়!’
Glaring visuals from PM @narendramodi's rally in Barrackpore today!
— All India Trinamool Congress (@AITCofficial) May 12, 2024
The PM received an UPSIDE DOWN PORTRAIT of Kabiguru Rabindranath Tagore from Bhatpara BJP MLA Pawan Singh.
এরা নাকি বাংলার হৃদয়ে জায়গা করতে চায়! pic.twitter.com/SaZ7SeGyTH
সম্প্রতি বেশ কয়েকটি জনসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি শোনা গিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “সন্দেশখালির দোষীদের আমরা উল্টো করে ঝুলিয়ে সোজা করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে।’’এবার রবীন্দ্রনাথের ছবি বিতর্কে সেই প্রসঙ্গ বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় লেখেন, কেউ বলেছিল, উল্টো করে সোজা করা হবে।
এনিয়ে আক্রমণ শানিয়েছেন তৃণমূলনেত্রীও। এদিন তিনি বলেন, “আজকেও শুনেছি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে দিচ্ছিল গ্যারান্টিবাবুকে। দিয়ে আবার বলছে গ্যারান্টিবাবু জিন্দাবাদ। মানে প্রার্থী তার ছেলে দিয়েছে উল্টো করে, প্রার্থী আবার নিজে এসে দেখতে পেয়ে সোজা করল। তার মানেটা কী? একটা মনীষী তুমি বাংলায় থাকবে কনটেস্ট করবে, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি দিচ্ছে একটা MLA উল্টো করে? লজ্জা করে না?’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Coochbehar: সাফল্যের মুকুটে নয়া পালক, সেরা সরকারি কলেজের শিরোপা এবিএন শীল কলেজ