Panchayat Election 2023: 'মানুষের রায়ে জিতব, জোর করে জিতে লাভ কী?' ক্ষুব্ধ শোভনদেব
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটা নিয়ে কথা বলার
কলকাতা: মদন মিত্র, চিরঞ্জিত, বাবুল সুপ্রিয়, হুমায়ুন কবীর-- এই তালিকায় এবার তৃণমূলের বর্ষীয়ান নেতা এবং রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovondeb Chatterjee)। পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসার কড়া সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী। ঠিক কী বলেছেন তিনি?
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) একেবারে মনোনয়ন পর্বের শুরু থেকে গণনার সময়েও লাগাতার হিংসার ঘটনা ঘটেছে রাজ্যে। তা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনাও চলছে। সেই প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'আমি হিংসার তীব্র বিরোধী। আমিও পঞ্চায়েত ভোট করেছি, কিন্তু রিগিং করতে দিইনি।' পেশিশক্তির বদলে জনসমর্থনকেই গুরুত্ব দেওয়ার বার্তা বর্ষীয়ান নেতার। শোভনদেব বলেন, 'আমি মানুষের রায়ে জিতব, জোর করে জিতে লাভ কী? এটা অর্নির্দিষ্টকাল চলতে পারে না, মমতার (Mamata Banerjee) সঙ্গে এই নিয়ে কথা বলব।'
সদ্য হওয়া পঞ্চায়েত ভোটে (Panchayat Poll) বিপুল জয় পেয়েছে তৃণমূল। ২০ টি জেলা পরিষদই তৃণমূলের দখলে গিয়েছে। আর সেদিনই এই জয় নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন, 'এটা গণতন্ত্রের নিয়ম, মানুষ ভোট দিয়ে জেতাবে। জোর করে জেতার কী চার্ম আছে? রেজাল্ট তো হয়ে গেছে! কেন এখনও মারামারি? আসলে এটা শিখিয়েছে সিপিএম। একটা রাস্তা বের করার কথা ভাবতেই হবে।'
ভোট হিংসা নিয়ে, মঙ্গলবারই বিস্ফোরক মন্তব্য করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেছিলেন, 'এখানে ফেয়ার অ্য়ান্ড ফ্রি ইলেকশন মোটেই বলা যাবে না।' ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীও কটাক্ষ করে বলেছিলেন, 'জেতার জন্য় তুমি পাগল হয়ে যাবে। খুন করে দেবে। বাড়িঘর লুঠ করে নেবে, তছনছ করে দেবে এলাকাকে, এগুলো তো করা যায় না।'
এর আগে ভোট হিংসা নিয়ে মুখ খুলেছিলেন তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বাংলার নির্বাচনে হিংসা বন্ধ করার বার্তা দেন তিনি। বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীও ভোট হিংসার সমালোচনা করেছিলেন। ভোটে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে টানাপড়েন চলেছে বারবার। সেই সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে সাংসদ সৌগত রায় বলেছিলেন, 'কেন্দ্রীয় বাহিনী (Central Force) কিছুটা নিউট্রাল। লোকে ভয় পায়। বিধানসভা ভোট ও লোকসভা ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকে। আরও শান্তিপূর্ণ হয়।'
আরও পড়ুন: চাঁদের মাটিতে কীসের খোঁজ চন্দ্রযান ৩-এর? উৎক্ষেপণ দেখতে পারবেন আপনিও