Panchayat Election : অব্যাহত অস্বস্তি, ভাঙন, ফের মালদায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে, এবার প্রায় ৫০০ জন
Malda News : কংগ্রেসের জেলা সভাপতি আবু হাশেম খান চৌধুরী বলেন, দুর্নীতিতে ভরে গেছে তৃণমূল কংগ্রেস। বুঝতে পেরেই তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দিচ্ছেন বহু মানুষ।
![Panchayat Election : অব্যাহত অস্বস্তি, ভাঙন, ফের মালদায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে, এবার প্রায় ৫০০ জন Panchayat Election Malda nearly 500 TMC Workers Leave Party to Join Congres Panchayat Election : অব্যাহত অস্বস্তি, ভাঙন, ফের মালদায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে, এবার প্রায় ৫০০ জন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/2f1e17fabbe845f3dc131b08f805b668168785921261152_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অভিজিৎ চৌধুরী, মালদা : পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রাক্কালে রাজ্যের শাসকদলের অস্বস্তি অব্যাহত। রাজ্যের শাসক শিবিরে ভাঙন অব্যাহত মালদায় (Malda)। কালিয়াচকে নেতা-কর্মী-সমর্থক মিলিয়ে একসঙ্গে প্রায় ৫০০ জন তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসে। মালদায় ঘাসফুল ছেড়ে 'হাত' ধরার প্রবণতা শুরু হয়েছিল কিছুদিন আগেই। যা বজায় রয়েছে।
এদিন মালদার কালিয়াচকের (Kaliachak) বাখরপুরে প্রাইমারি স্কুলের মাঠে একটি বিশাল যোগদান কর্মসূচির আয়োজন হয়েছিল। এই যোগদান কর্মসূচিতে প্রায় ৫০০ জন নেতা-কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। উল্লেখযোগ্য বিষয়, তৃণমূলের প্রাক্তন প্রার্থী আব্দুল হান্নান এবার কংগ্রেসের টিকিটে জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও তৃণমূলের কিষান ক্ষেতমজুর ব্লক সভাপতি নাসির উদ্দিন শেখ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি জাহেদা বিবি সহ প্রায় ৬ জন যোগদান কর্মসূচিতে হাজির ছিলেন। দলত্যাগীদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন দক্ষিণ মালদা কেন্দ্রের সংসদ তথা কংগ্রেসের জেলা সভাপতি আবু হাশেম খান চৌধুরী।
দল ছাড়ার ব্যাপারে আব্দুল হান্নান জানান, তৃণমূলের দুর্নীতির জন্য দল ছেড়েছেন তিনি। সমস্ত কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার কথাও শোনা যায় তাঁর মুখে। কংগ্রেসের জেলা সভাপতি আবু হাশেম খান চৌধুরী বলেন, দুর্নীতিতে ভরে গেছে তৃণমূল কংগ্রেস। বুঝতে পেরেই তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দিচ্ছেন বহু মানুষ। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের ভাল ফল হবে। তিনি বলেন রাজ্য পুলিশের উপর আস্থা নেই তাদের। তবে ভরসা আছে কেন্দ্রীয় বাহিনীর উপর।
আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় গত ১৯ দিনে ১১ জনের প্রাণহানি
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) আবহে হিংসার মধ্য়েই জেলায় জেলায় দলবদলের হিড়িক। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান থেকে শুরু করে জলপাইগুড়ি। তিন জেলায় তৃণমূলে ভাঙন ধরিয়েছিল সিপিএম। যদিও দলবদলকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল। গতমাসেই, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার পর প্রকাশ্যে এসেছিল রায়দিঘির ইস্যু। তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলাতে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিয়েছিলেন মথুরাপুর-১ ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য, একাধিক বর্তমান ও প্রাক্তন অঞ্চল সভাপতি। 'সবমিলিয়ে তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থক মিলিয়ে প্রায় আড়াই হাজার', বলে দাবি করেছিল সিপিএম জেলা নেতৃত্ব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)