এক্সপ্লোর

Panchayat Election Results : সাগরদিঘিতে ভোট গণনা ঘিরে উত্তেজনা, ভিড় হঠাতে লাঠি উঁচিয়ে তেড়ে গেল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ

Panchayat Election Counting : পঞ্চায়েত ভোটের গণনা শুরু হতেই জায়গায় জায়গায় অশান্তি। বাগনান-বারাবনিতে গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা। কাটোয়া, নানুরে বিরোধী এজেন্টদের বাধা। প্রতিবাদে অবরোধ।

  • কেন্দ্রীয় বাহিনী থাকলে ভয় থাকে, ৪০জনের মৃত্যুর পর উপলব্ধি কমিশনের! রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ এটাই চায়, বলছেন রাজীব সিন্হা
  • মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে, কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না। মঙ্গলবার ফল ঘোষণার দিনেও বিভিন্ন জায়গা থেকে সামনে এল অশান্তির ছবি। যা নিয়ে প্রত্য়াশিতভাবেই আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
  • এবার গণনাকেন্দ্রে ব্যালটে কালি ও জল ঢালার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের ১ নম্বর ব্লকে ব্যাপক উত্তেজনা। '১০০ ভোটের মধ্যে ৯৮টি পায় বিজেপি, ২টি ভোট পায় তৃণমূল'। তারপরই ব্যালটে কালি ও জল ঢালে তৃণমূল, অভিযোগ বিজেপির। আটক তৃণমূলের অভিযুক্ত মহিলা প্রার্থী।
  • গণনাকে ঘিরে রণক্ষেত্র নদিয়ার তেহট্ট। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল বিধায়ককে মারধরের অভিযোগ। ভিড় হঠাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। বেশ কয়েকজন আহত। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার হুমকি বিধায়কের। 
  • আমি পথে নেমে যা দেখেছি, তা খুবই দুশ্চিন্তার। খুন সংঘর্ষ, গা জোয়ারি কিছুই বাদ দেয়নি। আর এসব কিছুরই বলি হচ্ছেন গরীব মানুষরা। এটা বাংলার বৈশিষ্ট্য নয়। রাজনীতি থাকবেই। কিন্তু হিংসাকে রাজনীতির আওতার বাইরে রাখা উচিত। এই পরিস্থিতির কথা আমার সাংবিধানিক সতীর্থদরে জানা উচিত, আমি তাঁদের জানাব। প্রতিক্রিয়া রাজ্যপালের।

  • বোমার শব্দ পুরোপুরি থামল না ভোটগণনার (Panchayat Elections Result 2023) দিনও। এদিন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ময়নার (Moyna) বাকচায় ভোটগণনার (Vote Counting) সময় বোমা ফেটে গুরুতর জখম হন ১ জন। বিস্ফোরণে হাত ওড়ে এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। 
  • বোমার শব্দ পুরোপুরি থামল না ভোটগণনার (Panchayat Elections Result 2023) দিনও। এদিন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ময়নার (Moyna) বাকচায় ভোটগণনার (Vote Counting) সময় বোমা ফেটে গুরুতর জখম হন ১ জন। বিস্ফোরণে হাত ওড়ে এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী।
  • পঞ্চায়েত ভোটে সবুজ ঝড়ের পরে ফের বিস্ফোরক আব্দুল করিম চৌধুরী।নিজের দলের বিরুদ্ধেই বিস্ফোরক ইসলামপুরের তৃণমূল বিধায়ক। তিনি এদিন বলেন, 'এরকম রক্তাক্ত করে জিতে কী হবে। জেতার জন্য খুন, লুঠ, পুলিশকে ব্যবহার করা যায় না।'
  • 'ভোটের দিনে ১০ জনের মৃত্যু হয়েছে, পুলিশও সেই তথ্য দিয়েছে। কমিশনের কাছে এই তথ্য আছে, ভোট হিংসায় ৪০ জনের মৃত্যুর কোনও খবর নেই', সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্তব্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার।
  • বর্ধমানের খণ্ডঘোষে গণনাকেন্দ্রে সিপিএম এজেন্টদের মারধরের অভিযোগে অবরোধ। ঘটনাস্থলে গেলে পুলিশকে তাড়া সিপিএমের। ভাতারে গণনাকেন্দ্রের বাইরে সিপিএমের বিক্ষোভ। লাঠি উঁচিয়ে তাড়া পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর।
  • 'তৃণমূলের দুষ্কৃতীরা জনাদেশ চুরির মরিয়া চেষ্টা চালাচ্ছে', ডায়মন্ড হারবারে গণনাকেন্দ্রের সামনে বোমাবাজি, ট্যুইট শুভেন্দু অধিকারীর
  • অশোকনগরে (Ashoknagar) গণনাকেন্দ্রের মধ্যেই আইএসএফের প্রার্থী ও এজেন্টকে (ISF Candidate and Agent) বেধড়ক মার। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই আইএসএফের প্রার্থী ও এজেন্টকে মার। শাসকদল তৃণমূলের (TMC) বিরুদ্ধে মারধরের অভিযোগ। 
  • তৃণমূলের বিরুদ্ধে ব্যালট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ। ইংরেজবাজারে গণনাকেন্দ্রের সামনে চরম বিশৃঙ্খলা । পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি।
  • ভোটের দিন ব্যালট বাক্স নিয়ে দৌড়ের পর গণনার দিন ব্যালট পেপার নিয়ে 'দৌড়'। হাবড়ায় গণনা কেন্দ্র থেকে ব্যালট পেপার নিয়ে দৌড়ে পালানোর অভিযোগ
  • আমডাঙার ভোদাই গ্রাম পঞ্চায়েতের একটি ব্যালট বাক্সর চাবি 'অমিল'। চাবি খুঁজে না পাওয়ায় খোলা যাচ্ছে না ব্যালট বাক্স।
    থমকে রয়েছে গণনা, তুমুল বিশৃঙ্খলা।
  • বাসন্তীতে জেতার পর বিজেপির উচ্ছ্বাস। তাড়া করে বিজেপি কর্মীদের পুকুরে ফেলল পুলিশ।
  • গণনার শুরু থেকেই জয়ের ধারা তৃণমূলের। ফের দলের পাশে পার্থ চট্টোপাধ্যায়। প্রশংসা করলেন দলনেত্রীর। হিংসা নিয়ে মুখে কুলুপ।
  • বর্ধমানের খণ্ডঘোষে গণনাকেন্দ্রে সিপিএম এজেন্টদের মারধরের অভিযোগে অবরোধ। ঘটনাস্থলে গেলে পুলিশকে তাড়া সিপিএমের। ভাতারে গণনাকেন্দ্রের বাইরে সিপিএমের বিক্ষোভ। লাঠি উঁচিয়ে তাড়া পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর।
  • ফের আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। '৬ হাজার বুথে পুনর্নির্বাচনের জন্য আবেদন জানানো হয়েছিল'।
    ছবি দিয়ে প্রমাণ দেওয়া হয়েছিল, কোনও পদক্ষেপ করেনি কমিশন, অভিযোগ শুভেন্দুর। মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি, আগামীকাল শুনানি। বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে থাকতে দেওয়া হচ্ছে না, অভিযোগ মামলায়। সকাল থেকেই একাধিক জায়গায় বোমাবাজি চলছে, অভিযোগ মামলায়।
  • আরামবাগে গণনা কেন্দ্রের সামনে জমায়েত। পরস্পরের দিকে তেড়ে গেল তৃণমূল-বিজেপির সমর্থকরা
  • গণনা শুরুর আগেই বনগাঁয় ধুন্ধুমার। গণনাকেন্দ্রে বহিরাগত ঢোকানোর অভিযোগে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। লাঠি-বাঁশ নিয়ে একে অপরের উপর চড়াও হয়, মাথা ফাটল ২ তৃণমূল কর্মীর।
  • নন্দীগ্রামের গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা। এছাড়াও নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সীতানন্দ কলেজের বাইরে অবৈধ জমায়েত সরিয়ে দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ।
  • ব্যারাকপুরে বিজেপি প্রার্থীকে বের করে দিল পুলিশ। তৃণমূলের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা, ভোট লুঠের অভিযোগ। অনেক লড়াই দিয়েছি, আর পারলাম না, বলছেন বিজেপি প্রার্থী। 
  • জাঙ্গিপাড়ায় আক্রান্ত সিপিএম। এজেন্টকে মার। পার্টি অফিসে ঢুকে পুলিশের লাঠিচার্জ।
  • ইংরেজবাজারে কাউন্টিং হলের সামনে চূড়ান্ত অব্যবস্থা। গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের ঢোকার অনুমতি ঘিরে বিশৃঙ্খলা।
  • ডায়মন্ড হারবারে ফকিরচাঁদ কলেজের সামনে উত্তেজনা। গণনাকেন্দ্রের সামনে বোমাবাজি। বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ়।
  • বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধাদানের অভিযোগ। প্রতিবাদে বাগনান থানা ঘেরাও, রাস্তা অবরোধ সিপিএম এবং বিজেপির । বাগনান এক নম্বর ব্লকের গণনাকেন্দ্র হয় বাগনান আদর্শ হাইস্কুলে। ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ ও র‍্যাফ।
  • গণনা  শুরুর আগে বারাবনিতে তুমুল উত্তেজনা। গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি বচসা।
  • মালদায় রতুয়ায় স্ট্রং রুমের বাইরে রাতে উত্তেজনা। রতুয়া ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতিকে ঘিরে উত্তেজনা। তৃণমূল নেতার বিরুদ্ধে স্ট্রং রুমের ভিতরে ঢোকার চেষ্টা করার অভিযোগ। বিরোধীদের সামনে তৃণমূল নেতাকে আটকে চোর চোর স্লোগান। পুলিশের সামনে তুমুল বিক্ষোভ। এলাকায় পৌঁছলে আরও ২ তৃণমূল নেতাকে মারধর। বিক্ষোভের পর স্ট্রং রুমের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা ।
  • 'আগামী দিনে আইনশৃঙ্খলা ঠিক না হলে মৃত্যু হবেই, কিন্তু একতরফা হবে না'। গণনার দিন ভোট-হিংসা নিয়ে হুঙ্কার দিলীপ ঘোষের। 'যে এলাকায় শক্তিশালী বিজেপি, সেখানে ভাল ভোট হয়েছে'। 'তৃণমূলের কেউ মারা যায়নি, দুষ্কৃতীরা মারা গেছে'। 'যারা টাকা নিয়ে ভোট করাতে গিয়েছিল, মানুষ তাদের প্রতিরোধ করেছে'। 'হয় তৃণমূল হেরে যাবে বলে হিংসা করছে, নাহলে আইনশৃঙ্খলার উপর মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণ নেই'। 'বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিয়ে কী ভুল করেছে, বুঝতে পারছে'। মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
  • গণনার আগেই স্ট্রং রুমের দখলের অভিযোগে রণক্ষেত্র দিনহাটা। তৃণমূল-বিজেপি হাতাহাতি। বিজেপি নেতার গাড়িতে হামলা।

কলকাতা : রক্তস্নাত রাজ্য। হিংসা-মারামারি-খুন-জখম। গ্রাম বাংলার দখল নিতে বেলাগাম সন্ত্রাসের সাক্ষী হয়েছেন রাজ্যবাসী। কোল খালি হয়েছে অনেক মায়ের। ভোট হোক বা পুনর্নির্বাচন, বোমাবাজি-সংঘর্ষের রেশ জারি থেকেছে। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিনক্ষণ ঘোষণার সময় থেকে আশঙ্কা ছিল আইনশৃঙ্খলা নিয়ে। আর ভোটপর্ব যত এগিয়েছে, ততই সমালোচিত হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commssion) ভূমিকা। রাজনৈতিক দলগুলির আকচাআকচি থেকে নির্বাচন পরিচালনার প্রত্যেক ধাপে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) একাধিক নির্দেশ। কেন্দ্রীয় বাহিনী (Central Force) ব্যবহার নিয়ে দোষারোপ-পাল্টা দোষারোপের পালা থেকে ব্যালট বাক্সের জলাঞ্জলি, বেনজির এক ভোটপর্বের ফের সাক্ষী থাকতে হল বাংলাকে।

এত কিছুর শেষে, নিটফল কী ? কাদের দখলে গেল গ্রাম বাংলা ? পঞ্চায়েত নির্বাচনে জিতলেন কারা কারা ? হারই বা মানতে হল কাদের। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য বজায় থাকল ? নাকি লোকসভা ভোটের আগের বছর ঘাসফুল শিবিরকে টেক্কা দিল বিরোধীরা ? যাবতীয় প্রশ্নের উত্তর আপাতত বন্দি স্ট্রংরুমে। রাজ্যের ৩৩৯ টি কেন্দ্রে মঙ্গলবার সকাল থেকে শুরু হবে বাংলার ভোটভাগ্য গণনার কাজ।  

প্রসঙ্গত, ২০১৮ সালে রাজ্য়ের ২০টি জেলা পরিষদের সবকটিতে জয়ের পতাকা উড়িয়েছিল তৃণমূল (TMC)। তবে সি ভোটারের ওপিনিয়ন পোল ও এক্সিট পোলে ইঙ্গিত, এবারের ছবিটা একতরফা নাও হতে পারে। তবে ঠিক কী দাঁড়ায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ফলাফল, তার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।

উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal Election Commission) হিসেব জানাচ্ছে, তিনটি স্তর মিলিয়ে ৭৩৮৮৭ টি আসনে ৯০০৯ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছিল। যা মোট আসনের প্রায় ১২ শতাংশ। গ্রাম পঞ্চায়েতের ৬৩২২৯টি আসনের মধ্যে বিনা যুদ্ধে জয় ৮০০২ টি আসনে। পঞ্চায়েত সমিতির মোট ৯৭৩০ টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ৯৯১ টি আসনে। জেলা পরিষদের মোট ৯২৮টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১৬টি আসনে।                         

আরও পড়ুন- প্রতি গণনাকেন্দ্রে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সিসিটিভি, ৩৩৯ কেন্দ্রে আজ পঞ্চায়েতের ভোট গণনা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee on Bangladesh: 'চাই না ধর্মে ধর্মে বিভেদ; মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার, সব থাকুক', বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন মমতা
'চাই না ধর্মে ধর্মে বিভেদ; মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার, সব থাকুক', বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন মমতা
Bangladesh News: নিরাপত্তার পরিকাঠামো ভেঙে পড়েছে, বলছেন বাংলাদশেরই প্রাক্তন সেনা কর্তা; কোন মডেলে শান্তি ফেরানোর প্রস্তাব ?
নিরাপত্তার পরিকাঠামো ভেঙে পড়েছে, বলছেন বাংলাদশেরই প্রাক্তন সেনা কর্তা; কোন মডেলে শান্তি ফেরানোর প্রস্তাব ?
Sheikh Hasina: 'বেআইনিভাবে ক্ষমতাদখল, কিন্তু সবেতেই ব্যর্থ', বাংলাদেশ নিয়ে ইউনূস সরকারকে তীব্র আক্রমণ হাসিনার
'বেআইনিভাবে ক্ষমতাদখল, কিন্তু সবেতেই ব্যর্থ', বাংলাদেশ নিয়ে ইউনূস সরকারকে তীব্র আক্রমণ হাসিনার
Weather Update: রাত পেরোলেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ ! আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?
রাত পেরোলেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ ! আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?
Advertisement
ABP Premium

ভিডিও

Dengu Update: চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি, নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত প্রায় ৪০০০  জনWB News: তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায় হত্যায় ফের চাঞ্চল্যকর তথ্যCoal Scam: ফের চাঞ্চল্যকর দাবি কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রেরBangladesh:নিরাপত্তা কাঠামো ভেঙে  গেছে,বিস্ফোরক বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাI শান্তি ফিরবে কোন পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee on Bangladesh: 'চাই না ধর্মে ধর্মে বিভেদ; মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার, সব থাকুক', বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন মমতা
'চাই না ধর্মে ধর্মে বিভেদ; মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার, সব থাকুক', বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন মমতা
Bangladesh News: নিরাপত্তার পরিকাঠামো ভেঙে পড়েছে, বলছেন বাংলাদশেরই প্রাক্তন সেনা কর্তা; কোন মডেলে শান্তি ফেরানোর প্রস্তাব ?
নিরাপত্তার পরিকাঠামো ভেঙে পড়েছে, বলছেন বাংলাদশেরই প্রাক্তন সেনা কর্তা; কোন মডেলে শান্তি ফেরানোর প্রস্তাব ?
Sheikh Hasina: 'বেআইনিভাবে ক্ষমতাদখল, কিন্তু সবেতেই ব্যর্থ', বাংলাদেশ নিয়ে ইউনূস সরকারকে তীব্র আক্রমণ হাসিনার
'বেআইনিভাবে ক্ষমতাদখল, কিন্তু সবেতেই ব্যর্থ', বাংলাদেশ নিয়ে ইউনূস সরকারকে তীব্র আক্রমণ হাসিনার
Weather Update: রাত পেরোলেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ ! আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?
রাত পেরোলেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ ! আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?
Bangladesh ISKCON Ban Plea: বাংলাদেশে ISKCON-কে নিষিদ্ধ করার আর্জি খারিজ, 'ভালবাসা, শ্রদ্ধাই ভরসা', বলল আদালত
বাংলাদেশে ISKCON-কে নিষিদ্ধ করার আর্জি খারিজ, 'ভালবাসা, শ্রদ্ধাই ভরসা', বলল আদালত
Mamata Banerjee: 'কখনও মেনে নিতে পারি না,' বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মমতা
'কখনও মেনে নিতে পারি না,' বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মমতা
Mamata Banerjee: 'রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করেনি', বিধানসভায় দাঁড়িয়ে ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার
'রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করেনি', বিধানসভায় দাঁড়িয়ে ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার
ISKCON News: 'ইসকন ভক্তদের তুলে নিয়ে গেছে বাংলাদেশ সেনা, পরিস্থিতি খুব খারাপ', আতঙ্কে ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট
'ইসকন ভক্তদের তুলে নিয়ে গেছে বাংলাদেশ সেনা, পরিস্থিতি খুব খারাপ', আতঙ্কে ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট
Embed widget