TMC: হঁশিয়ারির পর এবার গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে ব্য়বস্থা, নির্দলদের বহিষ্কার-সাসপেন্ড করল তৃণমূল
Panchayat Poll 2023: দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য় করে মনোনয়ন প্রত্য়াহার না করায় কোথাও নির্দল প্রার্থীদের বহিষ্কার করা হল।
কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) আগেই জেলায় জেলায় গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে ব্য়বস্থা নিল তৃণমূল (TMC)। পূর্ব মেদিনীপুর, মালদা ও হাওড়ায় বহিষ্কার করা হল নির্দল প্রার্থীদের। বীরভূমে ৩০ জন বিক্ষুব্ধকে সাসপেন্ড করা হল।
গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে ব্য়বস্থা: তৃণমূল শীর্ষ নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছিল আগেই। নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্য়াহারের জন্য় বেঁধে দেওয়া হয়েছিল সময়ও। দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য় করে মনোনয়ন প্রত্য়াহার না করায় কোথাও নির্দল প্রার্থীদের বহিষ্কার করা হল। কোথাও গোঁজ প্রার্থীদের সাসপেন্ড করল তৃণমূল। পূর্ব মেদিনীপুরে দলীয় নেতৃত্বের তরফে বার বার মনোনয়ন প্রত্য়াহার করতে বার্তা দেওয়া হয়। তারপরেও নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে অনড় থাকায় পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের ২ নির্দল প্রার্থী শঙ্কর মিশ্র ও আশিস মহাপাত্রকে বহিষ্কার করল তৃণমূল। তবে বহিষ্কারের পরেও মচকাচ্ছেন না নির্দল প্রার্থীরা। উল্টে চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তাঁদের একজন।
বীরভূমে দলের নির্দেশ অমান্য় করে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করা এবং নির্দেশ সত্ত্বেও প্রত্য়াহার না করায় খয়রাশোলের ১৯ জন কর্মী, মুরারইয়ের ৭ জন কর্মী,সিউড়ির ১ জন কর্মী, রাজনগর ১ জন কর্মী, রামপুরহাটের ১ জন কর্মী, দুবরাজপুরের ১ জন কর্মীকে সাসপেন্ড করল তৃণমূল।সাসপেন্ড হওয়া ৩০ জনের মধ্যে ১০ কর্মী অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে পরিচিত। তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, “টিকিট তো পাবে একজনই। দুঃখ পেতে পারে। দুঃখ পেলে দলের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে দল ।যাঁকে প্রার্থী করবে তাঁর হয়ে মাঠে নামা উচিত। যাঁরা বিদ্রোহ করবে দলের সিদ্ধান্ত তাঁরা দলের কেউ নন। তাই তাঁদের সাসপেন্ড করা হয়েছে বোঝানোর জন্য় তোমরা দলের কেউ নয়।’’
মালদায় নির্দল প্রার্থী হওয়ায় বহিষ্কার করা হল মানিকচকের বিদায়ী জেলা পরিষদ সদস্য় সাবিনা ইয়াসমিন, ইংরেজবাজার যুব তৃণমূলের ব্লক সভাপতি চন্দন ঘোষকে, হরিপুর ব্লকের সাধারণ সম্পাদক সৌগত সরকারকে সাসপেন্ড করা হল। হাওড়ায় তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসের টিকিটে লড়ছেন জোরহাট পঞ্চায়েতের বিদায়ী প্রধান মিনতি সেনাপতি,মাকড়দহ এক নম্বর অঞ্চলের তৃণমূল সদস্য আসলাম মল্লিকও তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসের টিকিটে লড়ছেন। তাঁদেরকেও বহিষ্কার করে তৃণমূল।
আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা